AB Bank
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এক ঘণ্টায় শেষ বাংলাদেশ ম্যাচের টিকিট


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:২৯ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২৫
এক ঘণ্টায় শেষ বাংলাদেশ ম্যাচের টিকিট

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে আর মাত্র ১৮ দিন বাকি। তার আগেই দর্শকদের উন্মাদনা  শুরু হয়ে গেছে। চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ দেখার জন্য টিকিটের জন্য ব্যাপক আগ্রহ দেখিয়েছে দর্শকরা। যার মধ্যে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট। তাই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে পিসিবি। 

গত মঙ্গলবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলোর ৩০ শতাংশ টিকিট অনলাইনে ছাড়া হয়েছিল। তবে দর্শকদের ব্যাপক আগ্রহের মুখে ঘণ্টাখানেকের মাঝেই শেষ হয়ে যায় সেই ম্যাচের টিকিট। আর এই বাড়তি চাহিদার সুবিধাও নিচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশটি।

বাংলাদেশ বনাম পাকিস্তানের সেই ম্যাচের বাকি ৭০ শতাংশ টিকিটের দাম ১০ শতাংশ বাড়ানো হচ্ছে। দেশটির জনপ্রিয় গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে উঠে এসেছে এই তথ্য।

সবমিলিয়ে তিনটি ম্যাচের টিকিট এরই মাঝে অনলাইনে পুরোপুরি বিক্রি হয়ে গিয়েছে বলে জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র। সে তালিকায় বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ ছাড়াও রয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যেকার উদ্বোধনী ম্যাচ। এছাড়া অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ম্যাচের সবগুলো অনলাইন টিকিটও বিক্রি হয়েছে।

অবশ্য সেই ম্যাচগুলোর ৩০ শতাংশ টিকিটই অনলাইনে ছাড়া হয়েছিল। বাকি ৭০ শতাংশ টিকিট বিকরি শুরু হবে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে। টিকিটের এমন চাহিদার কথা বিবেচনায় রেখেই বাকি ম্যাচগুলোর অনলাইনে টিকিটের মূল্য ১০ শতাংশ বাড়ানোর কথাও জানিয়েছেন পিসিবির ওই মুখপাত্র।

গ্রুপ পর্বের ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে বেশি মূল্য পাকিস্তান-বাংলাদেশ ও পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের। এই দুই ম্যাচে টিকিট বিক্রি শুরু হয়েছিল ২ হাজার পাকিস্তানি রুপি থেকে। এই দামে কেনা যাবে জেনারেল স্ট্যান্ডের টিকিট।

আর ৪ হাজার রুপিতে ফার্স্ট ক্লাস, ৭ হাজার রুপিতে প্রিমিয়াম এবং ১২ হাজার পাকিস্তান রুপিতে ভিআইপি স্ট্যান্ডের একেকটি টিকিট কিনতে পারবেন দর্শকরা।

উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু। আর রাওয়ালপিন্ডিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ ফেব্রুয়ারি মুখোমুখি হবে পাকিস্তান ও বাংলাদেশ।

একুশে সংবাদ/ এস কে

Link copied!