বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সাথে জরুরি আলোচনায় বসছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সন্ধ্যায় তিনি মিরপুরে বিসিবির কার্যালয়ে গিয়ে সভায় অংশ নেবেন।
সম্প্রতি বেশ কিছু কারণে বিতর্কের মধ্যে পড়েছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা, বিশেষ করে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর মধ্যে। এর মধ্যে ছিল ম্যাচের টিকিট নিয়ে অব্যবস্থাপনা, ক্রিকেটারদের পারিশ্রমিক বিতর্ক এবং সম্প্রতি ফিক্সিংয়ের গুঞ্জন। এসব বিষয় নিয়ে বিসিবি মোকাবিলা করতে বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে।
এবারের বিপিএলের শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্পৃক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, চলমান বিপিএল সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে তিনি বিসিবি কার্যালয়ে গেছেন। বোর্ডের সঙ্গে আলোচনার পর ক্রীড়া উপদেষ্টা গণমাধ্যমকে বিস্তারিত তথ্য জানাবেন।
গত কয়েক দিন ধরেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন, চলমান বিপিএলে একাধিক ম্যাচে ফিক্সিংয়ের ঘটনা ঘটেছে। যে ঘটনায় জড়িত একাধিক দেশি ক্রিকেটারও। এসবের মধ্যে আজ সকালে দেশের শীর্ষ এক গণমাধ্যম, বিসিবির সূত্রের বরাত দিয়ে জানায়, ফিক্সিংয়ের অভিযোগ থাকায় এনামুল হক বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তবে সন্ধ্যায় এক বিবৃতিতে বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞার খবরটিকে ভিত্তিহীন বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে আরো বলা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল বোর্ড। তাই এমন কোনো কর্ম-কাণ্ড ঘটলে সব ধরনের ব্যবস্থা নেবে তারা।
বিসিবি বিবৃতিতে জানিয়েছে, `বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে সম্প্রতি গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে দুর্বার রাজশাহী দলের সদস্য ক্রিকেটার এনামুল হক বিজয়কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনগত বিষয়ে, বিশেষ করে দুর্নীতিবিরোধী বিধি সম্পর্কিত বিষয়ের কারণে ‘দেশের বাইরে ভ্রমণ বা দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞার’ সম্মুখীন করেছেন। বিসিবি স্পষ্টভাবে জানাতে চায় যে, এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে বিসিবির জানা নেই এবং আনুষ্ঠানিকভাবে তার ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে - এমন কোনো বিজ্ঞপ্তিও বিসিবি পায়নি।`
একুশে সংবাদ/ঢ.প/এনএস
আপনার মতামত লিখুন :