AB Bank
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অভিষেক ম্যাচেই হামজার বাজিমাত


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:১৬ পিএম, ২ ফেব্রুয়ারি, ২০২৫
অভিষেক ম্যাচেই হামজার বাজিমাত

অভিষেকেই বাজিমাত করেছেন বাংলাদেশের হামজা চৌধুরী। শেফিল্ড ইউনাইটেডের হয়ে প্রথম ম্যাচেই কাড়লেন আলো। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ পেয়েছেন ম্যাচ সেরার স্বীকৃতিও।


যদিও এখনো লাল-সবুজের জার্সি গায়ে তুললেনি হামজা চৌধুরী, তবে এখনই বাংলাদেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেনড় তিনি। তাই লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে গেলেও সমর্থকদের চোখ। সমর্থকদের ভালোবাসার প্রতিদান শেফিল্ডের জার্সিতে প্রথম ম্যাচেই দিলেন হামজা। ইংলিশ চ্যাম্পিয়নশিপে ডার্বি কাউন্টির বিপক্ষে ১-০ গোলে জয়ের দিনে ম্যাচ সেরা হয়েছেন তিনি।


এ মৌসুমে লেস্টার সিটির হয়ে বেশির ভাগ সময় হামজাকে বেঞ্চে থাকতে হয়েছে। বদলি হিসেবেও খেলার সুযোগ পেয়েছেন কমই। সম্প্রতি তাকে শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলতে পাঠায় লেস্টার।


শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার শুরু থেকেই হামজার ওপর আস্থা রাখেন। এদিন শেফিল্ডের শুরুর একাদশে সুযোগ পেয়ে ছিলেন বেশ কার্যকর। রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণভাগে বল ঠেলে দিতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।


হামজা কতটা দাপট দেখিয়েছেন, সেটা তার পারফরম্যান্সের দিকে তাকালেই বোঝা যাবে। ম্যাচে বল স্পর্শ করেছেন ৬১ বার, ড্রিবলে শতভাগ সফল, নিখুঁত পাস বাড়িয়েছেন ৮০ শতাংশ সময়।


লম্বা করে বল বাড়ানোর চেষ্টায় সফল হয়েছেন চারবার, গ্রাউন্ড ডুয়েলে জিতেছেন পাঁচবার, প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়েছেন তিনবার, ইন্টারসেপশন (প্রতিপক্ষের পাস দেয়া বল আটকে দেয়া) করেছেন দুইবার।


ম্যাচ শেষে হামজাকে প্রশংসায় ভাসিয়ে কোচ ক্রিস ওয়াইল্ডার বলেন, ‘হামজা হামজার মতোই খেলেছে। প্রতিটি ভূমিকায় সে চেনা ছন্দে ছিল। ভেবেছিলাম ৭০ মিনিট পর তুলে নিব। কিন্তু ওই সময় সে এতটা ভালো খেলছিল যে সেটা আর করা হয়নি।’


ইংলিশ চ্যাম্পিয়নশিপে ৩০ ম্যাচ শেষে শেফিল্ডের পয়েন্ট ৬১, শীর্ষে থাকা লিডস ইউনাইটেডের ৬৩। এই অবস্থান ধরে রাখতে পারলে আগামী মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ লিগটিতে ফিরবে শেফিল্ড।


একুশে সংবাদ//ন.দি//র.ন

Link copied!