AB Bank
ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২০ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইংলিশ ব্যাটারকে দলে নিলো রংপুর


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:২২ এএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
ইংলিশ ব্যাটারকে দলে নিলো রংপুর

বিপিএলে চলমান আসরে টানা আট জয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করে রংপুর রাইডার্স। কিন্তু পরের চার ম্যাচ হেরে গ্রুপ পর্ব শেষ করে রংপুর।শেষের দিকে ইংলিশ ব্যাটার অনেরিন ডোনাল্ডকে দলে ভিড়িয়েছে রংপুর। 

রোববার (২ ফেব্রুয়ারি) ডোনাল্ডের কাউন্টি দল ডার্বিশায়ার নিজেদের সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছে তার বাংলাদেশে আসার খবর। যদিও বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স এখন পর্যন্ত সে সম্পর্কে কোনো বার্তা দেয়নি। 

ইংল্যান্ড জাতীয় দলের ক্রিকেটার না হলেও ইংলিশ কাউন্টি ক্রিকেটে পরিচিত মুখ এই ক্রিকেটার। মিডল অর্ডারে ব্যাট হাতে ঝড় তুলতে অভ্যস্ত এই ব্যাটার। রংপুর রাইডার্স একেবারে শেষ সময়ে এসে এমন  ব্যাটারকে দলে ভিড়িয়ে নিজেদের ব্যাটিং অর্ডারে কিছুটা অন্তত স্বস্তি পেতে পারে। 

বিশেষ করে পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ চলে যাওয়ার পর ডোনাল্ডের সংযুক্তি নিশ্চিতভাবেই বড় প্রাপ্তি তাদের জন্য। কারণ, তার নামের পাশে ৮ ফিফটি আর ১৪৪ এর বেশি স্ট্রাইকরেট দেখে কিছুটা সমীহ করতেই হবে প্রতিপক্ষকে।

ডোনাল্ডের এখন পর্যন্ত জাতীয় দলে অভিষেক না হলেও খেলে ফেলেছেন ৭৮টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ। ৭৩ ইনিংসে ব্যাট হাতে নেমে করেছেন ১ হাজার ৩৪০ রান। আছে ৮ ফিফটি। ব্যাট চালিয়েছেন ১৪৪.৭০ স্ট্রাইকরেটে। 

উল্লেখ্য, আজ (সোমবার) এলিমিনেটর পর্বে খুলনার বিপক্ষে মাঠে নামবে রংপুর। ডোনাল্ড ছাড়াও এই ম্যাচের আগে রংপুর শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে সুনীল নারিন ও আন্দ্রে রাসেলদের।
 

একুশে সংবাদ/ এস কে

Link copied!