আইএলটি-২০’র ২৭ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল গালফ জায়ান্টস এবং আবুধাবি নাইট রাইডার্স। সেই খেলায় ৭ উইকেটে জয় পায় গালফ জায়ান্টস। ফলে এখনও প্লে-অফের আশা জাগিয়ে রাখল তারা। শনিবার শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল এই দুই দল।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল গালফ জায়ান্টস। দুরন্ত পারফরম্যান্স করে তাদের বোলাররা। ফল স্বরূপ ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে মাত্র ১২৩ রান তুলতে সক্ষম হয় তারা। গালফ জায়ান্টসের হয়ে ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন মার্ক অ্যাডায়ার। ৪ ওভার বল করে ২০ রান দিয়ে ২ উইকেট নেন ক্রিস জর্ডন। এছাড়াও ১টি করে উইকেট পান ড্যানিয়েল ওয়ারেল, ব্লেসিং মুজারাবানি এবং টম কারান।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো না হলেও একটা দিক শক্ত হাতে ধরে রেখেছিল রোহার্ড ইরাসমাস। তৃতীয় উইকেটের জন্য টম কারানের সঙ্গে মিলে ৭০ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন তিনি। ৫১ বলে ৪৭ রান করে আউট হন ইরাসমাস। মারেন ৬টি চার এবং ১টি ছয়। এরপর গালফ জায়ান্টসকে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে দেন শিমরন হেতমায়ের এবং টম কারান। ব্যক্তিগত ৩৮ রানে অপরাজিত ছিলেন টম এবং ২০ রানে অপরাজিত ছিলেন শিমরন। এদিনের জয়ের ফলে লিগ টেবিলে ৩ নম্বরে উঠে এসেছে গালফ জায়ান্টস। ১০ ম্যাচ শেষে ৪টি জিতে তাদের পয়েন্ট সংখ্যা ৮। অন্যদিকে সবার শেষে রয়েছে আবুধাবি নাইট রাইডার্স। ৯ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬।
ম্যাচ শেষে গালফ জায়ান্টসের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলেন, ‘আমাদের এখনও আশা রয়েছে (প্লে অফের)। আজকে ভালো লড়াই হয়েছে। আজ আমাদের জিততেই হতো। আমরা দুর্দান্ত বোলিং প্রদর্শনের পরে শেষ পর্যন্ত ম্যাচে জিতেছি। এখানে বল সুইং হচ্ছিল, উভয় পক্ষের জন্য ব্যাটিং সহজ ছিল না। পয়েন্ট পাওয়াটা দুর্দান্ত। তবে এখনও আমাদের অপেক্ষা করতে হবে।’ তিনি আরও বলেন, ‘পুরো ম্যাচে ব্যাটিং পরিস্থিতি মোটামুটি শক্ত ছিল, তাই নেট রান রেট সম্পর্কে চিন্তা করার আগে আমাদের প্রথমে গেমটি জেতার কথা ভাবতে হয়েছিল। আমার মনে হয় নেট রান রেট প্লে অফে যাওয়ার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হবে না। আমাদের শুধু জয় পেতে হবে। ছেলেরা আজ দুরন্ত পারফর্ম করেছে।’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :