AB Bank
ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২০ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কনকাশন সাব বিতর্কে নিজের অবস্থানেই অনড় পিটারসেন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৫৩ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
কনকাশন সাব বিতর্কে নিজের অবস্থানেই অনড় পিটারসেন

ইংল্যান্ডের বিরুদ্ধে পুণেতে চতুর্থ টি-২০ ম্যাচে দুরন্ত বোলিং হর্ষিত রানার। প্রথম থেকে খেলার কথা ছিল না তাঁর। হঠাৎ করেই জাতীয় দলের হয়ে টি-২০ ক্রিকেটে অভিষেক হয়ে গেল রানার। শিবম দুবের পরিবর্তে ‍‍`কনকাশন সাব‍‍` হিসেবে এসে ‘হিরো’ হয়ে ওঠেন রানা। বল হাতে চার ওভারে ৩৩ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। আউট করেন লিয়াম লিভিংস্টোন, জেকব বেথেল এবং জেমি ওভারটনকে। 

হর্ষিতের নেওয়া এই ৩টি উইকেট ম্যাচের রং বদলে দেয় অনেকটা। তার এই পারফরম্যান্স দেখে মুগ্ধ সবাই। তবে মোটেও খুশি নয় ইংল্যান্ড শিবির। অধিনায়ক জোস বাটলারের তোপের মুখে পড়েন ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ। কোনও ভাবেই শিবমের লাইক-টু-লাইক পরিবর্ত হিসেবে হর্ষিতকে মানতে পারছেন না তিনি। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটার কেভিন পিটারসেন। এবার সরাসরি শ্রীনাথকে ভুল স্বীকার করার পরামর্শ দিলেন তিনি।

রবিবার নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন কেভিন পিটারসেন। সেখানে তিনি এখনও নিজের অবস্থানে অনড়। তিনি মনেই করেন না দুবের লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হর্ষিত রানা। পিটারসন লিখেছেন, ‘কনকাশন সাব এই মুহূর্তে চর্চার বিষয়। আমি মনে করি না কখনই এটা লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট। আমার মনে হয় ম্যাচ রেফারির সামনে আসা উচিত এবং স্বীকার করা উচিত ভুল হয়েছে বলে। ইভেন্টটা ভালোভাবে শেষ হোক। আজ সন্ধ্যায় আমরা আবার একটা দারুন লড়াই দেখতে চলেছি।’

উল্লেখ্য, ব্যাটিংয়ের সময় জেমি ওভারটনের বাউন্সার শিবম দুবের হেলমেটে গিয়ে লাগে। ফিজিও তাঁকে পরীক্ষা করেন। অবশ্য পরের বলেই আউট হয়ে যান শিবম। তবে পরবর্তীতে ফিল্ডিংয়ে আর নামেননি তিনি। এই কারণে, তাঁর পরিবর্তে কনকাশন সাবস্টিটিউট হিসেবে হর্ষিত রানা প্লেয়িং ইলেভেনে জায়গা পান। নিয়ম অনুযায়ী, হর্ষিত রানা বোলিংও করতে পারবেন। কিন্তু কেভিন পিটারসেন, স্পষ্ট দাবি করেন যে, শিবম দুবে মোটেও যথাযথ ফাস্ট বোলার নন, তবে হর্ষিত রানা বিশেষজ্ঞ পেসার। তাই দু‍‍`জন কোনওভাবেই একে অপরের রিপ্লেসমেন্ট হতে পারেন না। এই বিতর্কে অবশ্য কিছু বলেনি ভারত। তারা বল ঠেলেছে ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথের কোর্টেই। বিষয়টি ঠিক হয়নি বলে মনে করছেন অনেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটারও।


একুশে সংবাদ/ এস কে

Link copied!