AB Bank
ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২০ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বচ্যাম্পিয়নদের জন্য কোটি টাকার আর্থিক পুরস্কার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:০৩ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
বিশ্বচ্যাম্পিয়নদের জন্য কোটি টাকার আর্থিক পুরস্কার

সচরাচর আইসিসি ইভেন্ট বা বড় কোনও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে ভারতীয় দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করে বিসিসিআই। এবারও তার অন্যথা হল না। নিকি প্রসাদের নেতৃত্বাধীন ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দল টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় রবিবার। ফাইনালে ভারত পরাজিত করে দক্ষিণ আফ্রিকাকে। ঠিক তার পরেই বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। 

বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে, বিশ্বজয়ী ভারতীয় দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের মোট ৫ কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে। সন্দেহ নেই অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের জন্য এই টাকার অঙ্ক বেশ মোটাসোটা। তবে এক্ষেত্রে আরও একটি বিষয় সামনে উঠে আসছে।

২০২৩ সালে শেফালি বর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল যখন প্রথমবার মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন হয়, তখন সেই দলকেও ৫ কোটি টাকা আর্থিক পুরস্কার দেয় বিসিসিআই। অর্থাৎ, ২ বছর পরেও আর্থিক পুরস্কারের পরিমাণ বাড়ল না বিশ্বচ্যাম্পিয়নদের জন্য।

রবিবার মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের ফাইনালে ৫২ বল বাকি থাকতে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে পরাজিত করে ভারত। কুয়ালা লামপুরে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। শুরু থেকে নিয়মিত অন্তরে উইকেট খোয়াতে থাকা দক্ষিণ আফ্রিকা দল নির্ধারিত ২০ ওভারে মাত্র ৮২ রান তুলে অল-আউট হয়ে যায়।

ভ্যান ভুরস্ট ২৩, জেমা বোথা ২৬, ফে কাউলিং ১৫ ও কারাবো মেসো ১০ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। ভারতের হয়ে ১৫ রানে ৩ উইকেট দখল করেন গঙ্গাদি তৃষা। ৬ রানে ২ উইকেট নেন পারুনিকা সিসোদিয়া। ৯ রানে ২ উইকেট পকেটে পোরেন আয়ুশি শুক্লা। ২৩ রানে ২টি উইকেট সংগ্রহ করেন বৈষ্ণবী শর্মা। ৭ রানে ১ উইকেট নেন শবনম শাকিল।

পালটা ব্যাট করতে নেমে ভারত ১১.২ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৮৪ রান তুলে ম্যাচ জিতে যায়। ৩৩ বলে ৪৪ রান করে নট-আউট থাকেন গঙ্গাদি তৃষা। ২২ বলে ২৬ রান করে নট-আউট থাকেন সনিকা চালকে। অল-রাউন্ড পারফর্ম্যান্সের জন্য ফাইনালের সেরা হন তৃষা। সাকুল্যে ৩০৯ রান ও ৭টি উইকেট সংগ্রহ করে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কারও হাতে তোলেন তিনি।


একুশে সংবাদ/ এস কে

Link copied!