ফিলিস্তিনিদের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চাকরি খোয়ান এক অস্ট্রেলিয়ান সাংবাদিক। তার পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন অজি ক্রিকেটার উসমান খাজা। অস্ট্রেলিয়ান সাংবাদিক পিটার লালর জানান, যে অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফর কভার করার সময় সেন রেডিও তাকে বরখাস্ত করেছিল। তিনি জানান যে তাকে বরখাস্ত করার সময় সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে যে তার `রিটুইট করা পোস্টটি ভারসাম্যপূর্ণ এবং সংবেদনশীল নয়`।
খাজা সর্বদা ফিলিস্তিনিদের সমর্থনে তার আওয়াজ তুলেছেন। তিনি নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে লালরকে বরখাস্ত করার বিষয়ে শোক প্রকাশ করেছেন এবং তার পাশে দাঁড়িয়েছেন।
লালর জানিয়েছেন যে তিনি তৃতীয় দিনে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে কমেন্ট্রি করার সময় চ্যানেল থেকে কয়েকটি কল পেয়েছিলেন এবং পরের দিন সকালে তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়েছিল। লালর তার বিবৃতিতে লিখেছেন, ‘আমাকে এক কলে বলা হয়েছিল গুরুতর সংস্থাগুলো অভিযোগ করছে; আরেকটিতে আমাকে বলা হয়েছিল যে এটি এমন নয়। হয়তো আমি ভুল বুঝেছি। আমাকে বলা হয়েছিল যে আমার বিরুদ্ধে ইহুদি বিদ্বেষী বলে অভিযোগ রয়েছে, যার আমি তীব্রভাবে আপত্তি জানিয়েছিলাম। আমাকে বলা হয়েছিল যে আমার রিটুইটিং ভারসাম্যপূর্ণ এবং সংবেদনশীল নয়। অনেক লোক অভিযোগ করেছে।’
খোয়াজা পিটারের প্রতি তার দৃঢ় সমর্থন দেখিয়েছেন এবং বলেছেন যে গাজার জনগণের পক্ষে দাঁড়ানোর সঙ্গে অস্ট্রেলিয়ার ইহুদি জনগণের অনিরাপদ মনে করার কোনও সম্পর্ক নেই। তিনি বরখাস্ত করা সাংবাদিককে একজন ভালো হৃদয়ের লোক বলে অভিহিত করেছেন। খোয়াজা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘গাজার জনগণের পক্ষে দাঁড়ানো ইহুদি বিরোধী নয় এবং অস্ট্রেলিয়ার আমার ইহুদি ভাই ও বোনদের সাথে এর কোনও সম্পর্ক নেই। তবে এটা ইজরায়েল সরকার এবং তাদের শোচনীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে ছিল। এর সাথে ন্যায়বিচার ও মানবাধিকারের বিষয় জড়িত। দুর্ভাগ্যবশত ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের প্রতি ঘৃণা সবসময় বিদ্যমান থাকবে। পিট একটি ভালো মনের ভালো লোক। তাঁর আরও ভালো কিছু প্রাপ্য।’
উল্লেখ্য, বর্তমানে শ্রীলঙ্কা সফরে রয়েছে অস্ট্রেলিয়া। সেখানে প্রথম টেস্টে দুরন্ত ব্যাটিং করেন উসমান খোয়াজা। প্রথম ইনিংসে ব্যাট হাতে ৩৫২ বলে ২৩২ রান করেন তিনি। যার সুবাদে অস্ট্রেলিয়া ইনিংস এবং ২৪২ রানে টেস্ট জিতে নেয়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :