AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আরাফাত সানির বোলিং অ্যাকশনে সন্দেহ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:১৮ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
আরাফাত সানির বোলিং অ্যাকশনে সন্দেহ

চলতি মাসের ১ ফেব্রুয়ারি বিপিএলের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস মাঠে নামে। এই ম্যাচে বড় ব্যবধানে ফরচুন বরিশালকে পরাজিত করে চিটাগং। সেই সুবাদে প্লে-অফ পর্বে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নেয় মোহাম্মদ মিথুনের দল। সেদিন  আরাফাত সানি ৪ ওভার বল করে ৪১ রান দিয়ে ১টি উইকেট তুলে নেন। তার বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটি।

এই খবর নিশ্চিত করেছেন টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান। তিনি বলেন, আম্পায়াররা রিপোর্ট করেছে তিনদিন আগে। ওটা পাঠিয়ে দেওয়া হয়েছে বোলিং রিভিউ কমিটির কাছে। ওখানে ওকে পরীক্ষা দিতে হবে সাতদিনের মধ্যে। খেলা চালিয়ে যেতে পারবে এই সময়ে।

জানা গেছে, ফরচুন বরিশালের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও রাভিন্দ্রা উইমালসিরি। তবে আপাতত খেলা চালিয়ে যেতে বাধা নেই তার। খেলতে পারবেন বুধবারের (৫ ফেব্রুয়ারি) খুলনার বিপক্ষে কোয়ালিফায়ারেও।

এর আগে ২০১৬ সালে অ্যাকশন অবৈধ হওয়ায় বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরতে হয়েছিলো তাকে। পরে আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরতে পারেননি। অ্যাকশন শুধরে এতদিন খেলা চালিয়ে গেলেও ফের তার অ্যাকশন পড়ছে প্রশ্নের মুখে। আরাফাত সানিকে তাই আরও একবার অ্যাকশনের পরীক্ষায় যেতে হবে। 

এবার বিপিএলে চিটাগাং কিংসের হয়ে খেলছেন সানি। ৯ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার সানি।


একুশে সংবাদ/ এস কে

Link copied!