AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টি২০-র মত হাত খুলে ওডিআইতে খেলতে পারবে না ভারত


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৩২ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
টি২০-র মত হাত খুলে ওডিআইতে খেলতে পারবে না ভারত

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে ভারত। এবার ৩ ম্যাচের ওডিআই সিরিজ শুরু হওয়ার অপেক্ষা। টি-২০ ক্রিকেটে জয় পেয়ে বেশ আত্মবিশ্বাসী ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর, বিশেষ করে শেষ ম্যাচের আক্রমণাত্মক ব্যাটিং দেখে। 

তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ওডিআই ক্রিকেটেও এরকম বিধ্বংসী ব্যাটিং করবে ভারতীয় ব্যাটাররা। তবে রোহিত শর্মা, বিরাট কোহলির মতো সিনিয়র ক্রিকেটাররা কি এই পদ্ধতিতে ব্যাটিং করতে পারবে? সেই বিষয়টা ভাবার আছে বলে মনে করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। 

অশ্বিন রোহিতের ২০২৩ ওডিআই বিশ্বকাপ এবং ২০২৪ টি-২০ বিশ্বকাপের পরিসংখ্যান তুলে ধরে আলোচনা করেছেন। তিনি মনে করেন রোহিতের আক্রমণাত্মক পরিকল্পনার সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হবে না, কারণ তিনি সেই ভাবেই ব্যাটিং করে থাকেন। তবে তিনি বিরাটকে আক্রমণের সঙ্গে সঙ্গে স্থিরতা বজায় রেখে খেলার পরামর্শ দিয়েছেন। অশ্বিন মনে করেন, বিরাট যদি নিজের ফর্ম খুঁজে পায় তবে ভারতকে ৫০ ওভারের ক্রিকেটে কেউ আটকাতে পারবে না।

অশ্বিন তার ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাতে’ বলেছেন, ‘রোহিত যেই ভাবে ২০২৩-এ ওডিআই এবং ২০২৪-এ টি-২০ বিশ্বকাপে খেলেছে তাতে করে এই পরিকল্পনার সঙ্গে মানিয়ে নিতে ওর অসুবিধা হবে না। রোহিত যেভাবে পরিবর্তিত সময়ের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে এবং সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, আমি মনে করি না সে এই কৌশল থেকে একধাপও পিছিয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘টি-টোয়েন্টিতে হার্দিক এবং রিংকু যে ভূমিকা পালন করেছিল বিরাট সেই ভূমিকায় থাকবে তা উপলব্ধি করা গুরুত্বপূর্ণ। শীর্ষে আক্রমণাত্মক ব্যাটিং এবং শেষের দিকে ব্যাটিং শেষ করার মধ্যে সেতুবন্ধন কে করবে? অবশ্যই বিরাট।’

বিরাট এবং রোহিত দু’জনকেই সাম্প্রতিক কালে খুব একটা ভালো ফর্মে দেখা যায়নি। বর্ডার গাভাসকর ট্রফিতে ব্যাট থেকে রান আসেনি তাদের। শুধু তাই নয়, রঞ্জি ট্রফিতেও ব্যর্থ হয়েছেন তাঁরা। তবে অশ্বিন আশাবাদী যে ফরম্যাট পাল্টে যাওয়ায় তাঁদের ভাগ্যও পাল্টে যাবে বলে। ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার মনে করেন যে বিরাটকে নিজের শক্তি অনুযায়ী খেলা উচিত, কারণ ৫০ ওভারের ক্রিকেটের ক্ষেত্রে তিনি একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার।

অশ্বিন বলেন, ‘বিরাটকে তার শক্তিমত্তা অনুযায়ী খেলতে হবে। সে যদি ফর্ম ফিরে পায়, তাহলে ভারতীয় ক্রিকেট দলের জন্য এর থেকে ভালো কিছু নেই। তাকে তার খেলায় কোনও পরিবর্তন করতে হবে না। সত্যি বলতে কী, ওয়ানডেতে এত তাড়ার কী প্রয়োজন? ৫০-ওভারের ফরম্যাটে যা সঠিক তা করা গুরুত্বপূর্ণ।’ উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার আগে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওডিআই খেলবে। যার প্রথমটি অনুষ্ঠিত হবে নাগপুরে, ৬ ফেব্রুয়ারি।


একুশে সংবাদ/ এস কে

Link copied!