অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মার্কাস স্টয়নিস অবসরের ঘোষণা দিলেন।আর মাত্র কয়েকদিন পরেই মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রাথমিকভাবে ঘোষিত স্কোয়াডেও ছিলেন এই অলরাউন্ডার। তবে টুর্নামেন্ট শুরুর মাত্র ১৩ দিন আগে স্টয়নিস জানালেন, ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন তিনি। আর ঘোষণার পর থেকেই অবসর কার্যকর হবে, সেটাও জানালেন তিনি।
ধাক্কা খেল অস্ট্রেলিয়া। দেশটির বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মার্কাস স্টয়নিস চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়ানোর মাত্র ১৩ দিন আগেই অবসর ঘোষণা দিলেন। তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রাথমিকভাবে ঘোষিত স্কোয়াডেও ছিলেন। তবে টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক দিন আগে স্টয়নিস জানালেন, ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন তিনি। আর ঘোষণার পর থেকেই অবসর কার্যকর হবে, সেটাও জানালেন তিনি।
যার অর্থ, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখা যাবে না স্টয়নিসকে। প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড বা মিচেল মার্শের মতো এবারে স্টয়নিসেরও বিকল্প খুঁজতে হবে অস্ট্রেলিয়াকে।
অবসরের ঘোষণায় এই অলরাউন্ডার জানান, ‘অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেট খেলতে পারা ছিল এক অসাধারণ যাত্রা। আর সবুজ ও সোনালির হয়ে খেলা প্রতিটি মুহূর্তের জন্য আমি গর্ববোধ করি। সর্বোচ্চ পর্যায়ে আমি নিজের দেশকে প্রতিনিধিত্ব করেছি, এটা আমি সারাজীবন উদযাপন করব।’
অবসরের সিদ্ধান্ত নিয়ে স্টয়নিসের মন্তব্য, ‘সিদ্ধান্তটা সহজ ছিল না। তবে আমি বিশ্বাস করি এটাই আমার সরে যাওয়ার এবং নিজের ক্যারিয়ারের পরের অধ্যায়ে নজর দেয়ার সেরা সময়। রন (অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড) এর সঙ্গে আমার দারুণ সম্পর্ক আর আমি তার সাপোর্টের জন্য ভীষণভাবে কৃতজ্ঞ।’ এরপরেই বললেন, ‘পাকিস্তানে আমি ছেলেদের জন্য উল্লাস করব।’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :