AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবু সাঈদ-মুগ্ধদের স্মরণ বিসিবির


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৩:৫১ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
আবু সাঈদ-মুগ্ধদের স্মরণ বিসিবির

ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের লড়াই দিয়ে পর্দা নামবে এবারের বিপিএলের। এই ম্যাচকে সামনে রেখে নতুন রূপে সেজেছে মিরপুর স্টেডিয়াম। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় শুরু হবে চলতি বিপিএলের ফাইনাল ম্যাচটি। 

সন্ধ্যায় ম্যাচ শুরু হলেও দুপুর ১২টার পর থেকে মিরপুর স্টেডিয়ামের দিকে ভিড় জমাতে থাকেন দর্শকরা। এই ম্যাচকে সামনে রেখে সাজানো হয়েছে মিরপুর স্টেডিয়ামকে। যেখানে স্মরণ করা হয়েছে গত জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত হওয়া শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধকে।

স্টেডিয়ামের পাশে তাদের ছবি দিয়ে পোস্টার বানিয়েছে বিসিবি। আন্দোলনের সময় আবু সাঈদ পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা ছবিটি ব্যবহার করা হয়েছে। এদিকে আন্দোলন কারীদের পানি খাওয়াতে গিয়ে গুলিবিদ্ধ হন মুদ্ধ। তার ওই সময়ে ছবিটিও পোস্টারের ব্যবহার করা হয়েছে।

এর আগে বিপিএলের শুরুতে আবু সাঈদ নামে গ্যালারির নামকরণ করা হয়েছে। আর প্রতিটি গ্যালারিতে রাখা হয়েছে মুগ্ধ কর্নার। যেখানে বিনা মুল্যে পানি পান করে থাকেন দর্শকরা।

এ ছাড়াও বিভিন্ন পোস্টার দিয়ে সাজানো হয়েছে মিরপুর স্টেডিয়ামকে। আগের ম্যাচগুলো নিরাপত্তার ঘাটতি থাকলেও ফাইনালকে সামনে রেখে কঠোর নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। স্টেডিয়ামের পাশ দিয়ে যাতায়াত করতেও নিষেধ করে হয়েছে।

প্রথম সেমিফাইনালে চিটাগং কিংসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল বরিশাল। ফাইনালেও আবারও তাদের বিপক্ষে খেলবে তামিম-রিয়াদরা। প্রথম সেমিফাইনালে হারের প্রতিশোধ নিতে চাইবে কিংস। তাই ফাইনালে কঠিন এক লড়াইয়ে আভাস পাওয়া যাচ্ছে বলা চলে।


একুশে সংবাদ/ এস কে

Link copied!