ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি আরও একবার ওডিআইতে ফিরেছেন চোট কাটিয়ে। প্রথম একদিনের ম্যাচে তিনি খেলতে পারেননি, পরিবর্ত হিসেবে দলে ঢুকে শ্রেয়স আইয়ার দুরন্ত ইনিংস খেলে দিয়েছিল। ফলে তাকে দ্বিতীয় একদিনের ম্যাচে রাখা হয়, বিরাটকে প্রথম একাদশে আনতে বাদ দেওয়া হয় যশস্বী জসওয়ালকে।
ম্যাচে অবশ্য বিরাট কোহলি তেমন নজর কাড়তে পারলেন না। নিউজিল্যান্ড সিরিজ, বর্ডার গাভাস্কার সিরিজের খারাপ ফর্মই অব্যাহত থেকেছে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে। সেখানে তিনি মাত্র পাঁচ রান করে আদিল রশিদের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান। নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার বিরুদ্ধে গতবছর স্পিনারদের বিরুদ্ধে বারবার আউট হয়েছিলেন, এবার ইংল্যান্ডের বিরুদ্ধেও স্পিনারকেই ছুঁড়ে দিলেন উইকেট।
পারফরমেন্সের দিক থেকে তেমন নজরকাড়া কিছু করে দেখাতে না পারলেও বিরাট কোহলি শিরোনামে উঠে এলেন সূর্যকুমার যাদবের নকল করে। কটকে ম্যাচের সময় আলো বন্ধ হয়ে যায় স্টেডিয়ামের। সেই সময়ই বিরাটকে দেখা যায় সূর্যকুমার যাদবের নকল করতে, যা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন সামনে বসে থাকা ঋষভ পন্ত, শুভমন গিল, আর্শদীপ সিংরা
ম্যাচে যখন আলো বন্ধর জন্য খেলা থেমে ছিল তখন ডাগআউটে বসে টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদবের চুইং গাম খাওয়ার স্টাইলেরই নকল করে দেখান বিরাট কোহলি। এরপর সূর্যর হাঁটার স্টাইলও দেখান তিনি আর্শদীপ, গিলদের। বিরাট নিজেও সূর্যর নকল করে হাসছিলেন, বসে থাকা বাকিরাও বিষয়টি বেশ উপভোগ করছিলেন।
রোহিত শর্মার ১১৯ রানের সৌজন্যে টিম ইন্ডিয়া সেই ম্যাচে জিতে সিরিজ পকেটে ঢুকিয়ে নিয়েছে এক ম্যাচ বাকি থাকতেই। ইংল্যান্ড টানা চারটি ওডিআই সিরিজেই হারল। মাত্র ৯০ বলে ১১৯ রানের ইনিংসে রোহিত মারেন সাতটি ছয় এবং ১২টি চার। কিন্তু টিম ম্যানেজমেন্টের চিন্তার কারণ হয়ে দাঁড়াল কোহলির অফ ফর্ম। কারণ আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি তিনি রঞ্জিতে ফিরেও রান পাননি। এই ফর্ম যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বজায় থাকে তাহলে যে সমস্যা বাড়বে ভারতের, সেকথা বলাই বাহুল্য।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :