রোহিত শর্মার দুর্দান্ত সেঞ্চুরিতে এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক ভারত।গতরাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৩০৫ রানের বড় টার্গেট স্পর্শ করে ৪ উইকেটে জয় পায় ভারত। সিরিজের প্রথম ম্যাচও ৪ উইকেটে জিতেছিলো টিম ইন্ডিয়া। এই জয়ে সিরিজ নিশ্চিত করে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত। ১৯৮৪ সালের পর ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে কোন ওয়ানডে সিরিজ হারেনি টিম ইন্ডিয়া।
কটকে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬৬ বলে ৮১ রানের সূচনা করে ইংল্যান্ড। জুটিতে ২৬ রান করে ফিরেন ওপেনার ফিল সল্ট। ষষ্ঠ হাফ-সেঞ্চুরি তুলে ১০টি চারে ৬৫ রানে আউট হন আরেক ওপেনার বেন ডাকেট।১০২ রানে দুই ওপেনারের বিদায়ের পর মিডল অর্ডারে হ্যারি ব্রুক, অধিনায়ক জশ বাটলার ও লিয়াম লিভিংস্টোনকে নিয়ে ইংল্যান্ডের রানের চাকা ঘুড়িয়েছেন জো রুট। ব্রুক ৩১, বাটলার ৩৪ ও লিভিংস্টোন ৪১ রানে থামলেও ওয়ানডেতে ৪০তম হাফ-সেঞ্চুরির দেখা পান রুট।
দলীয় ২৪৮ রানে রুট ফেরার পরও ইংল্যান্ডের সংগ্রহ ৩শ পার হয়। ইনিংসের ১ বল বাকী থাকতে ৩০৪ রানে গুটিয়ে যায় ইংলিশরা। ৬টি চারে ৬৯ রান করেন রুট।বল হাতে ভারতের স্পিনার রবীন্দ্র জাদেজা ৩৫ রানে ৩ উইকেট নেন।৩০৫ রানের টার্গেটে ভারতকে ১০০ বলে ১৩৬ রানের সূচনা এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ৯টি চার ও ১টি ছক্কায় ৫২ বলে ৬০ রানে আউট হন গিল। তিন নম্বরে নেমে ৫ রানে থামেন বিরাট কোহলি।
তৃতীয় উইকেটে শ্রেয়াস আইয়ারের সাথে ৬১ বলে ৭০ রানের জুটি গড়ার পথে ওয়ানডেতে ৫৭তম হাফ-সেঞ্চুরি তুলে নেন রোহিত। ৩০তম ওভারে দলীয় ২২০ রানে স্পিনার লিভিংস্টোনের বলে আউট হওয়ার আগে ১২টি চার ও ৭টি ছক্কায় ৯০ বলে ১১৯ রান কওে ভারতীয় অধিনায়ক রোহিত।
এই ইনিংসের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে ছাড়িয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা হাকানো তালিকার দ্বিতীয়স্থানে উঠেছেন রোহিত। এখন গেইলের ছক্কা সংখ্যা ৩৩১ ও রোহিতের ৩৩৮। সর্বোচ্চ ৩৫১ ছক্কা নিয়ে সবার উপরে আছেন পাকিস্তানের শহিদ আফ্রিদি।
রোহিত ফেরার পর আইয়ার ৪৪, লোকেশ রাহুল ও হার্ডিক পান্ডিয়া ১০ রান করে ফিরলেও, অক্ষর প্যাটেল ও জাদেজার ব্যাটে জয়ের বন্দরে পৌঁছে ভারত। প্যাটেল ৪১ ও জাদেজা ১১ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন ভারতের রোহিত।আগামী ১২ ফেব্রুয়ারি আহমেদাবাদে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :