দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। সোমবার (১০ ফেব্রুয়ারি) ব্রাজিল ৩-১ গোলে প্যারাগুয়েকে এবং আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়াকে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ফাইনাল রাউন্ডের তৃতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয়ে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটিতে তারা ৩-১ গোলে জিতে। একই সময়ে অন্য ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনাও। আর্জেন্টাইন যুবারা কলম্বিয়াকে হারিয়েছে ১-০ গোলে।
নিজ নিজ ম্যাচ জেতার মধ্য দিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিজেদের জায়গাও নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে যুবাদের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে চিলিতে।
তিন ম্যাচ শেষে চূড়ান্ত পর্বে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলেরই পয়েন্ট ৯। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থেকে বর্তমানে শীর্ষে আছে ব্রাজিলই। এই প্রতিযোগিতার শুরুতে শিরোপার অন্যতম দাবিদার ভাবা হচ্ছিল কলম্বিয়াকে। কিন্তু চূড়ান্ত পর্বে এসে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলের কাছেই হেরেছে তারা।
সব মিলিয়ে শিরোপা লড়াইটা এখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যেই সীমিত হয়ে পড়েছে। আগামী শুক্রবার সকালে চূড়ান্ত পর্বের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। সেই ম্যাচ দিয়েই হয়তো মীমাংসা হবে শিরোপার।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :