AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শামির কাছে নিজেকে মেলে ধরার সুযোগ: গম্ভীর


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:০১ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
শামির কাছে নিজেকে মেলে ধরার সুযোগ: গম্ভীর

চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন জসপ্রীত বুমরাহ। পিঠের নিম্নাংশে চোটের জন্য ছিটকে গেছেন বুমরাহ। তার পরিবর্ত হিসাবে কলকাতা নাইট রাইডার্সের তরুণ পেসার হর্ষিত রানাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হয়েছে। দলে এই মুহূর্তে অভিজ্ঞ পেসার হিসাবে রয়েছেন মহম্মদ শামি। এবার তার উপর আস্থা রাখছেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। তিনি মনে করছেন বুমরাহের অনুপস্থিতিটা শামির কাছে একটা বড় সুযোগ নিজেকে প্রমাণ করার। গম্ভীর এই বাংলার পেসারকে ‘বিশ্ব মানের’ বলেও উল্লেখ করেছেন।      

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে প্রতিযোগিতার প্রথম ম্যাচ খেলবে ভারত। রোহিতরা আশাবাদী এবার চ্যাম্পিয়ন তারা হবে বলেই। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি হিসাবে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলেছিল ভারত। সেখানে দুরন্ত পারফরম্যান্স করে গম্ভীরের ছেলেরা। ৩-০ ব্যবধানে সিরিজে জয় পেয়েছে তারা। এর ফলে ‘মিনি বিশ্বকাপের’ আগে বেশ আত্মবিশ্বাসী ‘মেন ইন ব্লুরা’।    

গতকাল আমদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের শেষ ম্যাচটি খেলতে নেমেছিল ভারত। সেখানে ১৪২ রানে জয় লাভ করে তারা। তবে ম্যাচ শেষে আরও একবার ঘুরে ফিরে আলোচনায় আসে বুমরাহের চোটের বিষয়টি। গম্ভীর বলেন, ‘যদি তাঁর চোট থাকে তবে তা আছে। এতে আমার বা অধিনায়কের কিছু করার নেই। অবশ্যই ও আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু আমি আগেও বলেছি যে হর্ষিত রানা, আর্শদীপ সিং ও মহম্মদ শামিদের সামনে এগিয়ে আসতে হবে। দেশের হয়ে কিছু করে দেখানোর এটাই ওদের কাছে সুযোগ।’

অন্যদিকে গোড়ালির চোট কাটিয়ে ভারতীয় দলে ফিরে এসেছেন মহম্মদ শামি। তিনি ২০২৩ বিশ্বকাপের ফাইনালের পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ দিয়ে কামব্যাক হয় তাঁর। এই প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘দেখুন, ওর মতো বিশ্ব মানের বোলারের দলে ফিরে আসাটা সবসময় ভালো খবর।’ তিনি আরও বলেন, ‘আমরা ওর ওয়ার্ক লোড ম্যানেজ করার চেষ্টা করছি। এই কারণে আমরা ওকে ২টি টি-২০ এবং ২টি ওডিআই ম্যাচে খেলিয়েছি। আশা করছি ও সম্পূর্ণ সুস্থ ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে।’  উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে ৩টি ম্যাচ রয়েছে ভারতের। বাংলাদেশের পর ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের মুখোমুখি হবে রোহিতরা। ২ মার্চ মখোমুখি হবে নিউজিল্যান্ডের।


একুশে সংবাদ/ এস কে

Link copied!