AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশকে নিয়ে পন্টিংয়ের মন্তব্যে পাল্টা জবাব দিল বিসিবি


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:০৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
বাংলাদেশকে নিয়ে পন্টিংয়ের মন্তব্যে পাল্টা জবাব দিল বিসিবি

আর মাত্র ৩ দিন পর পর্দা উঠবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলুড়ে দলগুলো  আস্তে আস্তে পাকিস্তানে পা ফেলছে। ইতিমধ্যে বাংলাদেশ দলও চলে গিয়েছে। এর মাঝে মাঠের লড়াইয়ের সাথে সাথে মুখের কথার লড়াইও শুরু করে দিয়েছে সাবেক ক্রিকেটারেরা। অজিদের সাবেক অধিনায়ক রিকি পন্টিংও এর বাইরে নন। সম্প্রতি তিনি বাংলাদেশকে নিয়ে মন্তব্য করেন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলতে হলে বাংলাদেশকে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে দুটো দলকে হারাতে হবে।কিন্তু বাংলাদেশের মধ্যে সেই সম্ভাবনা নেই বলে মনে করেন পন্টিং। সাবেক এই তারকার মতে, এশিয়ায় খেলা হলেও ঘরের মাঠের মতো কন্ডিশনের সুবিধা পাবে না টাইগাররা। আর সে কারণে টুর্নামেন্টে বাংলাদেশ খুব একটা এগোতে পারবে না বলে মনে করেন পন্টিং। এখানেই শেষ নয়, বাংলাদেশের একাদশে থাকা ক্রিকেটারদের মান নিয়েও প্রশ্ন তুলেছেন পন্টিং।  

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে পন্টিং বলেন, ‘আমার ধারণা তাদের সংগ্রাম করতে হবে। দলটিতে সেরকম মান আছে বলে মনে হচ্ছে না। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্য দলগুলোর সাথে তুলনা করলে। এখন দলটিতে কোয়ালিটির অভাব আছে মনে হচ্ছে। তারা তাদের আদর্শ হোম কন্ডিশন পেলে তখন তারা ভয়ংকর দল, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মতো কন্ডিশন পাবে বলে মনে হয় না।‍‍` 

তবে পন্টিংয়ের এসব মন্তব্যকে এবার নিছকই ভুল ধারণা বলে উড়িয়ে দিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, ‍‍`গত চার-পাঁচ মাসে বাংলাদেশ দলের যথেষ্ট উন্নতি হয়েছে। যেটা রিকি পন্টিং হয়তো দেখেননি বা ধারণা করতে পারবেন না।‍‍` 

ফাহিম আরও বলেন, ‍‍`কিছু জায়গা ছিল যেখানে আমরা দ্রুত রান করতে পারতাম না। কিছু জায়গা ছিল যেখানে আমাদের কনফিডেন্সের অভাব ছিল। ওসব জায়গায় কিছুটা পার্থক্য বোধহয় এবার আমরা দেখতে পারব। অস্ট্রেলিয়ার সাথে খেলার সুযোগ হলে বাংলাদেশ অস্ট্রেলিয়াকেও কঠিন সময় দিবে।‍‍` 

ফেব্রুয়ারির ২০ তারিখ দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের যাত্রা শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাকি ২ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবং পাকিস্তান।  


একুশে সংবাদ/ এস কে

Link copied!