পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড।গতরাতে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ড ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। এর মাধ্যমে সিরিজে তিন ম্যাচের (লিগ পর্ব ও ফাইনাল) সবগুলোই জিতলো নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতিটা দারুণ হলো কিউইদের।
করাচিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১২ ওভারের মধ্যে দলীয় ৫৪ রানেই ৩ উইকেট হারায় পাকিস্তান। ফখর জামান ১০, বাবর আজম ২৯ ও সৌদ শাকিল ৮ রান করেন।চতুর্থ উইকেটে জুটি বেঁধে নিউজিল্যান্ড বোলারদের শক্ত হাতে সামাল দেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচের দুই সেঞ্চুরিয়ান পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা।
আগের ম্যাচে ২২৯ বলে ২৬০ রানের রেকর্ড জুটি গড়া রিজওয়ান-সালমান এবার ১২০ বলে ৮৮ রান যোগ করেন। তবে দু’জনের কেউই হাফ-সেঞ্চুরি স্পর্শ করতে পারেননি। রিজওয়ান ৪৬ ও সালমান ৪৫ রানে থামেন।দলীয় ১৬১ রানের মধ্যে রিজওয়ান-সালমান আউট হলে পাকিস্তানের বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায়। তারপরও তায়েব তাহিরের ৩৮, ফাহিম আশরাফের ২২ ও নাসিম শাহর ১৯ রানের সুবাদে ৪৯ দশমিক ৩ ওভারে ২৪২ রানের লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান।নিউজিল্যান্ডের পেসার উইল ও’রুর্ক ৪৩ রানে ৪ উইকেট নেন।
২৪৩ রানের জবাবে দ্বিতীয় ওভারেই নিউজিল্যান্ড ওপেনার উইল ইয়ং ৫ রানে সাজঘরে ফিরেন। দ্বিতীয় উইকেটে ৯৬ বলে ৭১ রানের জুটিতে নিউজিল্যান্ডকে লড়াইয়ে ফেরান আরেক ওপেনার ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন।
ব্যক্তিগত ৩৪ রানে উইলিয়ামসন আউট হলে ভাঙে জুটি। হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৪৮ রানে থামেন কনওয়ে।দলীয় ১০৮ রানে কনওয়ে ফেরার পর চতুর্থ উইকেটে ৮৮ বলে ৮৭ রানের জুটিতে নিউজিল্যান্ডের জয়ের পথ তৈরি করেন ড্যারিল মিচেল ও টম লাথাম। ৬টি চারে ৫৭ রানে বিদায় নেন মিচেল।
দলের জয় থেকে ১১ রান দূরে থাকতে আউট হন লাথাম। দু’বার জীবন পেয়ে ৫টি চারে ৫৬ রান করেন তিনি। এরপর গ্লেন ফিলিপস ২০ ও মাইকেল ব্রেসওয়েল ২ রানে অপরাজিত থেকে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন।পাকিস্তানের নাসিম ৪৩ রানে ২ উইকেট নেন।
ফাইনাল সেরা হন নিউজিল্যান্ডেরও’রুর্ক, টুর্নামেন্ট সেরা হন পাকিস্তানের সালমান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :