লা লিগায় গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) ওসাসুনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ। ৩৯তম মিনিটে লাল কার্ড দেখেন বেলিংহ্যাম। প্রতিপক্ষের কর্নার শেষে মাঝ মাঠের দিকে দৌড়ে যাওয়ার সময় রেফারিকে কিছু একটা বলতে দেখা যায় বেলিংহ্যামকে। এরপরই তাকে লাল কার্ড দেখান রেফারি।
যদিও ম্যাচ শেষে এই ইংলিশ তারকা দাবি করেছেন, রেফারিকে উদ্দেশ্য করে কোনো কিছু বলেননি তিনি। তবে পরে সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তি স্বীকার করেন বেলিংহ্যামের গালি দেয়ার বিষয়টি। তবে সেটি যে রেফারির উদ্দেশ্যে ছিল না, সেটিও পরিষ্কার করেন তিনি।
তবে তাতেও যেন সেই বিষয় নিয়ে আলোচনা থামছেই না। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থের কাছে ক্ষমা চাইলেন বেলিংহ্যাম। তার পাশাপাশি এসবের সমাপ্তি টানার অনুরোধ করেছেন তিনি।
ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের এক ছবি পোস্ট করে সেখানে বেলিংহ্যাম লিখেছেন, `ভুল বোঝাবুঝি নিয়ে যথেষ্ট কথা হয়েছে। সতীর্থদের এমন কঠিন পরিস্থিতিতে ফেলে দেয়ার জন্য আবারও ক্ষমা চাই। ভক্তদের তাদের সমর্থন এবং বোঝাপড়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। বুধবার ঘরের মাঠে দেখা হবে।`
আগামী বুধবার (১৯ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ইতিহাদ স্টেডিয়ামে প্রথম লেগে ৩-২ গোলে জয় পেয়েছিল লস ব্লাঙ্কোসরা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :