AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তারুণ্যের উৎসবে যুব কাবাডির জাতীয় পর্বের সেমিফাইনাল লাইনআপ চূড়ান্ত


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:১১ পিএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
তারুণ্যের উৎসবে যুব কাবাডির জাতীয় পর্বের সেমিফাইনাল লাইনআপ চূড়ান্ত

চূড়ান্ত হয়েছে তারুণ্যের উৎসবে যুব কাবাডির (অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা) জাতীয় পর্বের সেমিফাইনাল লাইনআপ। আগামীকাল বালক ও বালিকা মিলে চারটি  সেমিফাইনাল ও দুইটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বালক বিভাগের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে লালমনিরহাট ও বগুড়া। আর দ্বিতীয় সেমিতে লড়বে সিলেট ও বিকেএসপি। বালিকা বিভাগে প্রথম সেমিফাইনালে নড়াইলের প্রতিপক্ষ জয়পুরহাট। দ্বিতীয় সেমিফাইনালে বরিশাল খেলবে রাঙামাটির বিপক্ষে। বালক ও বালিকা উভয় বিভাগে প্রথম সেমিফাইনাল সকাল ৯টা ও দ্বিতীয় সেমিফাইনাল সকাল ১০টায় শুরু হবে। আর বিকাল ৩টায় ছেলেদের ফাইনাল আর ৪ টায় মেয়েদের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। 

বালক বিভাগ থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে লালমনিরহাট জেলা। ‍‍`ক‍‍` গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে নাম লেখায় লালমনিরহাট। 

‍‍`ঘ‍‍` গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়ার লড়াই দারুন জমে উঠেছিল। এই গ্রুপেই দলসংখ্যা পাঁচটি। বাকি সব গ্রুপে চারটি করে দল। বিকেএসপি টানা তিন ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থায় ছিল। গোপালগঞ্জকে হারালেই সেমিফাইনাল নিশ্চিত বিকেএসপির। এই লক্ষ্যে খেলা শুরু করলেও গোপালগঞ্জ তাদের পরীক্ষা নিয়েছে।

প্রথমার্ধ শেষে বিকেএসপি ও গোপালগঞ্জের খেলায় ১৬-১৬ পয়েন্টে সমতা ছিল। তবে বিরতির পর ম্যাচে প্রাধান্য বিস্তার করে বিকেএসপি। গোপালগঞ্জকে আর কোন সুযোগই দেয় নি তারা। ৪০-২৫ পয়েন্টে ম্যাচ জিতে সেমিফাইনাল জায়গা করে নেয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপি। ‍‍`খ‍‍` গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সিলেট ও ‍‍`গ‍‍` গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বগুড়া সেমিফাইনালে পা রাখে।

বালিকা বিভাগে ‍‍`ক‍‍` গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নড়াইল, ‍‍`খ‍‍` গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বরিশাল, ‍‍`গ‍‍` গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জয়পুরহাট ও ‍‍`ঘ‍‍` গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাঙ্গামাটি সেমিফাইনালে জায়গা করে নেয়।

গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয় যুব কাবাডির জাতীয় পর্বের খেলা। বালক বিভাগে ১৭টি ও বালিকা বিভাগে ১৬ টি দল অংশ নেয়। দুই বিভাগে চারটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে দলগুলো। 

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!