AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন গাজীপুর, মেয়েদের বিভাগে মানিকগঞ্জ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:৪৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন গাজীপুর, মেয়েদের বিভাগে মানিকগঞ্জ

তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকা ও ঢাকা জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে অনুষ্ঠিত হল ঢাকা বিভাগীয় পর্যায়ের জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব- ১৭)।

ছেলেদের বিভাগে ফাইনালে কিশোরগঞ্জকে ১-০ গোলে হারিয়েছে গাজীপুর জেলা। মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ মাঠে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলে উভয় দল। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধেও দুই দল সমানে সমান। শেষ মুহূর্তে শাহারিয়ার সাজ্জাদের গোলে লিড নেয় গাজীপুর। বাকি সময় আর গোল না হওয়ায় চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতে গাজীপুর।

মেয়েদের বিভাগের ফাইনালেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে মানিকগঞ্জ আর টাঙ্গাইলের মধ্যে। কিন্তু নির্ধারিত সময়ে গোল আদায় করে নিতে পারেনি কোন দল। খেলা গড়ায় টাইব্রেকারে। ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মাতে মানিকগঞ্জের মেয়েরা।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ ইকবাল হোসেন। উপস্থিত ছিলেন মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ, জনাব মোঃ মমিনুল হাসান, জনাব তারিকুজ্জামান নান্নু, সাবেক সহকারী পরিচালক (প্রশাসন), ক্রীড়া পরিদপ্তর ও সুমন কুমার মিত্র, জেলা ক্রীড়া অফিসার, জেলা।

বিভাগীয় পর্যায়ের সেরা দল গুলোকে নিয়ে পরবর্তীতে অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট। এখান থেকে খেলোয়ার বাছাই করে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে ভালো মানের ফুটবলার তৈরীর পরিকল্পনা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বলে জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি। কয়েকজন ফুটবলারকে উন্নততর প্রশিক্ষণের জন্য  বিদেশে পাঠানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!