AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানালো মাশরাফী


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৫৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানালো মাশরাফী

বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। টাইগাররা মাঠে নামার আগে শুভকামনা জানালেন সাবেক অধিনায়ক মাশরাফি। 

নিজের ফেসবুকে এক পোস্ট দিয়ে লিখেছেন, ‍‍`চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইল শুভকামনা। সাহস এবং দৃঢ়তার সঙ্গে খেলে যাও। শুভকামনা সবসময়।‍‍`

চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে প্রায় ৮ বছর পর। মাশরাফী সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২০ সালে। নেতৃত্ব ছাড়ার পর আর জাতীয় দলে খেলেননি, এমনকি দলের সাথেও যুক্ত নেই। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বারবার ঘুরেফিরে সামনে আসছে তার নাম।

এ মুহূর্তে মাশরাফি অবশ্য ক্রিকেট থেকেই বহু দূরে। বাংলাদেশ আওয়ামী লীগের ব্যানারে ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সরকার পতনের পর পড়েন জনরোষের মুখে। জ্বালিয়ে দেয়া হয় নড়াইলে থাকা তার বাড়িটিও।

রাজনৈতিক কারণে সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খেলতে পারেননি। ক্রিকেট পাড়ায়ও দীর্ঘদিন হলো খোঁজ নেই মাশরাফীর।

একুশে সংবাদ/ এস কে

Link copied!