২০২৩ সালে প্রথমবারের মতো ফিফা নারী বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। ওই দলের তারকা ফুটবলার জেনিফার হারমোসোকে বিশ্বকাপ ফাইনালের পুরস্কার প্রদানের স্টেজে ঠোঁটে চুমু দিয়ে বসেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেস।
সেই কাণ্ডে তীব্র সমালোচনার মুখে পড়ে সভাপতির পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল রুবিয়েলেসকে।সেই সাথে তাকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। এ সময় সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ থাকবেন তিনি।
এবার স্পেনের আদালতে দোষী সাব্যস্ত হলেন রুবিয়ালেস। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্পেনের উচ্চ আদালত হেনি হেরমোসোকে যৌন হয়রানির দায়ে রুবিয়ালেসকে ১০ হাজার ইউরো জরিমানা করেছেন। জরিমানা হলেও চাপপ্রয়োগের মাধ্যমে ঘটনা ধামাচাপা চেষ্টার অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন তিনি।
সাবেক স্প্যানিশ ফুটবল ফেডারেশন সভাপতির পাশাপাশি সাবেক নারী দলের কোচ জর্জ ভিলদা, ছেলেদের দলের ক্রীড়া পরিচালক আলবার্ট লাক ও ফেডারেশনের বিপণন পরিচালক রুবেন রিভেরার বিরুদ্ধে বলপ্রয়োগের মাধ্যমে ঘটনা ধামাচাপা চেষ্টার অভিযোগ ছিল রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। তবে এ ক্ষেত্রে তাদের অপরাধ প্রমাণিত হয়নি বলে খালাস দেওয়া হয়েছে।
ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, আদালতের রায়ের ভিত্তিতে আগামী এক বছর হেরমোসোর সঙ্গে যোগাযোগ বা তার ২০০ মিটার অঞ্চলের মধ্যে যেতে পারবেন না রুবিয়ালেস। ১০ হাজার ইউরো জরিমানা পরিশোধ করতে হবে ১৮ মাসের মধ্যে। হেরমোসোর আইনজীবীদের পক্ষ থেকে রায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ২০ অগাস্ট সিডনিতে মহিলাদের ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।কিন্তু রুবিয়ালেস অযাচিত চুমুর কারণে স্পেনের ঐতিহাসিক এই সাফল্যের খুশি মাটি হয়ে যায়।
ফুটবলার জেনি হারমোসো এই চুম্বণ কাণ্ডকে ভালভাবে মেনে নেননি। এরপরই শুরু হয় জোর বিতর্ক। রুবিয়ালেস নিজের জেদে অটল থেকে পদ আঁকড়ে পরে থাকতে চান। কিন্তু বিক্ষোভের চাপে তাকে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) পদ থেকে সরতে হয়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :