AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৪২ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার

আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আফগানিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি মিশন। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।

নামে-ভারে প্রোটিয়ারা এগিয়ে থাকলেও ফেভারিট ভাবা যাচ্ছে না কাউকেই। আফগানিস্তানের জন্য এই ম্যাচটা প্রতিশোধেরও বটে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে যে এই দক্ষিণ আফ্রিকার জন্যই ফাইনালে খেলা হয়নি। সেমিফাইনালে ৯ উইকেটে হেরে হয়েছে স্বপ্নভঙ্গ। এবার তার বদলা নেয়ার মোক্ষম সুযোগ পেয়েছে রশিদ-নাবিরা।

এদিকে দক্ষিণ আফ্রিকার অবস্থা খুব একটা ভালো নয়। সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে পায়নি কোনো জয়ের দেখা। এমনকি শেষ ছয়টি ওয়ানডেতে টানা হেরেছে তারা। সব মিলিয়ে গত বিশ্বকাপের পর চারটির সিরিজের তিনটিতেই পরাস্ত প্রোটিয়ারা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে প্রতিশোধের নেশায় মরিয়া আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের রাজনীতিবিদদের আপত্তির মুখে অনিশ্চয়তায় পড়ে গিয়েছিলো আফগানদের চ্যাম্পিয়ন্স ট্রফি। আফগানিস্তানে নারী অধিকার লঙ্ঘনের প্রতিবাদে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের বিপক্ষে ম্যাচ না খেলার দাবি তোলা হয় ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায়।

তবে, দু‍‍`দেশের ক্রিকেট বোর্ডের অনড় অবস্থানের কারণে শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ। সবশেষ দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে খেলার সুবাদে এ ম্যাচে বেশ সুবিধা পাবে আফগানরা। নুর আহমেদ ও রশিদ খান ছিলেন আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। এ দুই তারকার ফর্মে নির্ভার হাশমতউল্লাহ শহীদীর দল।

এদিকে ইনুজরিতে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন গাজানফার। তার পরিবর্তে কোচের ভরসা নুর আহমেদ। ফিরেছেন ইব্রাহীম জাদরানও। ইনজুরি আছে দক্ষিণ আফ্রিকা শিবিরেও। খেলতে পারবেন না রায়ান রিকেলটন ও স্টাবস। সবশেষ চার ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে আফগানরা। এরমধ্যে আছে গেলো সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জয়ের সুখস্মৃতি। তাই এ ম্যাচেও জয়ের লক্ষ্য আফগানদের। ছাড় দিতে নারাজ দক্ষিণ আফ্রিকাও।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত পাঁচটি ওয়ানডে খেলেছে আফগানিস্তান। এর মধ্যে সর্বশেষ দুটিতেই জিতেছে তারা। ওই আত্মবিশ্বাসে ভর করে জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর দিকে চোখ আফগানিস্তানের।

একুশে সংবাদ/ এস কে



 

Link copied!