AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অষ্ট্রেলিয়ার সামনে ইংল্যান্ডের রানের পাহাড়


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:০৩ পিএম, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
অষ্ট্রেলিয়ার সামনে ইংল্যান্ডের রানের পাহাড়

বেন ডাকেটের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সামনে রানের পাহাড় দাঁড় করিয়েছে ইংল্যান্ড। তাই জয় পেতে হলে এই রানের পাহাড় ডিঙ্গাতেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ডাবল শিরোপাজয়ী অস্ট্রেলিয়াকে। ডাকেটের সেঞ্চুরিটি এবারের আসরে চার ম্যাচে ষষ্ঠ সেঞ্চুরি। আসরের উদ্বোধনী ম্যাচেই জোড়া সেঞ্চুরি দেখেছিল ক্রিকেট বিশ্ব। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ইংল্যান্ড। ৬ বলে ১০ রান করে ফেরেন ওপেনার ফিল সল্ট। তিনে ব্যাট করতে নামা স্মিথ করেন ১৩ বলে ১৫ রান। তবে জো রুটকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন বেন ডাকেট।

দুজনের ব্যাটে ভর করে ২০ রানের কোটা পার করে ইংল্যান্ড। ৪৯ বলে ডাকেট এবং ৫৬ বলে ফিফটি তুলে নেন রুট। তবে বেশি দূর যেতে পারেনি রুট। ৭৮ বলে ৬৮ রান করে লেগ বিফোরে কাটা পড়েন এই অভিজ্ঞ ব্যাটার। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ৯৫ বলে ফিফটি তুলে নেন ডাকেট। 

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি হ্যারি ব্রুক ও জস বাটলার। ৬ বলে ৩ রান করেন ব্রুক এবং ২১ বলে ২৩ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন ইংলিশ অধিনায়ক। তবে ব্যাট চালিয়ে ১৩৪ বলে ব্যক্তিগত ১৫০ রান তুলে নেন ডাকেন। শেষ দিকে তাকে সঙ্গ দিয়ে ব্যাট চালাতে থাকেন লাইম লিভিংস্টোন।

১৭ বলে ১৪ রান করে লিভিংস্টোন আউট হলে নিজেকে ধরে রাখতে পারেন ডাকেটও। ৪৭তম ওভারের দ্বিতীয় বলে এই ইংলিশ ওপেনারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন লাবুশেন। ১৪৩ বলে ১৬৫ রান করেন তিনি। শেষ পর্যন্ত আর্চারের ১০ বলের অপরাজিত ২১ রানে ভরে করে ৩৫১ রানের বড় পুঁজি পায় ইংল্যান্ড।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন বেন ডোয়ার্শিস। এ ছাড়াও অ্যাডাম জাম্পা ও মার্নাস লাবুশেন দুটি করে উইকেট শিকার করেন। আর এক উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল।

একুশে সংবাদ/ এস কে

Link copied!