AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শামি, রোহিতের চোট নিয়ে আপডেট দিলেন শ্রেয়স আইয়ার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৫০ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
শামি, রোহিতের চোট নিয়ে আপডেট দিলেন শ্রেয়স আইয়ার

আবারো কি চোটের কবলে পরতে যাচ্ছেন মহম্মদ শামি? রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচের পর সেই আশঙ্কা তীব্র হয়েছে। পাকিস্তানের সাথে ম্যাচে শামিকে অস্বস্তিতে ভুগতে দেখা গিয়েছে। পাকিস্তানের ইনিংসের সময়ে মাত্র তিন ওভার বোলিং করে মাঠ ছাড়েন শামি। পরে অবশ্য আবার মাঠে নামেন তিনি। মোট ৮ ওভার বল করে ৪৩ রান দেন শামি। কিন্তু কোনও উইকেট পাননি। চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী ম্যাচে কি শামিকে পাওয়া যাবে এই প্রশ্নই এখন সবার মনে খেলা করছে।

পাকিস্তান টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বাবর আজম এবং ইমাম-উল-হক ওপেন করতে নামেন। এদিকে বল হাতে ওপেন করেন মহম্মদ শামি। প্রথম ওভারেই তিনি ৫টি ওয়াইড করে বসেন। এর পর অবশ্য সামলে নেন। ৩ ওভারে দেন মাত্র ১২ রান। কিন্তু তার পরেই অস্বস্তি বোধ করতে দেখা যায় শামিকে। কাফ মাসেল এবং গোঁড়ালিতে সমস্যা হচ্ছে বলে মনে হয়। মাঠ ছাড়ার আগে ফিজিওর শুশ্রুষাও নেন শামি।   

গোড়ালির চোট নিয়ে ২০২৩ সালের বিশ্বকাপ খেলেছেন মহম্মদ শামি। যে কারণে তাকে অস্ত্রোপচারও করতে হয়েছিল। যে কারণে ১৪ মাস মাঠের বাইরে ছিলেন শামি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শামি ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইট-বল সিরিজের হাত ধরে ভারতীয় দলে জায়গা করে নেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেন শামি।

বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেট নেওয়ার সুবাদে একাধিক ব্যক্তিগত নজির গড়েন শামি। ওয়ান ডে ক্যারিয়ারে ২০০ উইকেটের মাইলস্টোন টপকানো ছাড়াও সীমিত ওভারের আইসিসি ইভেন্টে ভারতের হয়ে সব থেকে বেশি উইকেট নেওয়ার সর্বকালীন রেকর্ড গড়েন তিনি। তবে পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচেই তার চোট নিয়ে আশঙ্কার মেঘ ঘনীভূত হয়েছে।  

শামির চোটের মাঝেই রোহিত শর্মাকে নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পাক ইনিংসের নবম ওভারের সময়ে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে পা স্ট্রেচ করতে দেখা যায়। সে সময়ে হিটম্যানের মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট, যা দেখে ভারতের ক্রিকেট সমর্থকেরা আশঙ্কিত হয়ে পড়েন। এমন কী দীনেশ কার্তিকও মন্তব্য করেন যে, এটা রোহিত শর্মার হ্যামস্ট্রিংয়ে টান লাগার ঘটনা হতে পারে। তবে রোহিত প্রথম দিকে মাঠ ছেড়ে যাননি। ফিল্ডিং করছিলেন। ১৩ ওভারের পরে মাঠ ছাড়েন রোহিত। সেই সময়ে শুভমন গিলকে নেতৃত্ব দিতে দেখা যায়। তবে ১৯তম ওভারে রোহিত শর্মাকে ফের মাঠে ফিরে আসতে দেখা যায়। এবং রোহিত ওপেনও করেন। তবে ১৫ বলে ২০ রান করে আউট হয়ে যায়।

শামি এবং রোহিতের চোট নিয়ে ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে আপডেট দিয়েছেন শ্রেয়স আইয়ার। বলেছেন, ‘আমি যা দেখেছি, ওরা (শামি এবং রোহিত) ঠিক আছে। আমি যেটুকু জানি, তাতে মনে হয় না, দলে চোট নিয়ে উদ্বেগ আছে।’

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!