সবকিছু ঠিকঠাক থাকলে তখন দুবাইয়ের মাঠে তার ওয়ার্ম-আপ করার কথা ছিল। কিন্তু চোটের জন্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রিহ্যাব-পর্ব চালাচ্ছেন। তারই মধ্যে ভারত এবং পাকিস্তানের ম্যাচ দেখতে রবিবার দুবাইয়ে উড়ে আসেন জসপ্রীত বুমরাহ। মাঠে ঢুকে দেখা করেন সতীর্থদের সঙ্গে।
তারইমধ্যে তার হাতে তুলে দেওয়া হয় আইসিসির জোড়া (টি-টোয়েন্টি এবং টেস্ট) বর্ষসেরা ক্রিকেটারের ট্রফি এবং বর্ষসেরা দলের জোড়া ক্যাপ। আর সেইসময় মাঠেই স্ত্রী সঞ্জনা গণেশনের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন। যে রসায়নে মজে গিয়েছেন নেটিজেনরা।
আসলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সঞ্চালনার জন্য সঞ্জনা দুবাইয়ে আছেন। আর বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার সঞ্চালক হিসেবে আজ বুমরাহের সাক্ষাৎকার নেওয়ার দায়িত্ব পড়ে তার উপরেই। ইন্টারভিউ নেওয়ার জন্য বুমরাহের পাশেই দাঁড়িয়েছিলেন। আর স্টেডিয়াম থেকে বেশ চিৎকার-চেঁচামেচি হচ্ছিল।
সেই সময় মজা করে সকলের সামনে বুমরাহ বলেন, ‘আমি তোমার কথা শুনতে পাব না। কিছুটা কাছে এসে কানে-কানে বলতে হবে।’ আর সেটা বলেই সঞ্জনার এগিয়ে গিয়ে দেখান যে কীভাবে কানে-কানে এসে বলতে হবে। তা দেখে লজ্জায় লাল হয়ে যান সঞ্জনা। খিলখিলিয়ে হাসতে থাকেন।
যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এক নেটিজেন বলেন, ‘ওঁরা আমাদের হৃদয়ে জায়গা করে নিতে চলেছে। আমার প্রিয় দম্পতি।’ অপর এক নেটিজেন বলেন, ‘দু`জনের জন্যই গর্বের মুহূর্ত এটা। স্বামীর সাক্ষাৎকার নিচ্ছেন স্ত্রী। এর থেকে ভালো কী বা হতে পারে!’ অপর একজন বলেন, ‘আপনাদের দেখে মন ভালো হয়ে যায়।’
তারইমধ্যে মাঠের বাইরে থেকে ভারত ও পাকিস্তানের ম্যাচ দেখা নিয়ে নিজের মনের কথা জানান বুমরাহ। তিনি বলেন, ‘আমি সবসময় মাঠের অন্য দিকে থেকেছি।’ তারপর বিরাট কোহলিকে দেখতে পেয়ে জড়িয়ে ধরেন। বিরাট জিজ্ঞাসা করেন যে পিঠের কী অবস্থা। বুমরাহ জানান যে এখন ‘ফার্স্ট ক্লাস’ আছে।
বিরাটের সঙ্গে অল্প কথাবার্তার পরে মহম্মদ শামির সঙ্গে দেখা করেন বুমরাহ। নিজের পেস পার্টনারকে জড়িয়ে ধরেন। বলতে থাকেন, ‘ও হো…লেজেন্ডারি। সেই পুরনো তো আছে।’ তারইমধ্যে অক্ষর প্যাটেল আবার বলেন যে ‘চলে আয়, তুই ওয়ার্ম-আপ করে নে।’
হার্দিক পান্ডিয়াকে দেখে আবার বুমরাহ বলেন যে কোনও দিন অন্যদিক থেকে ঘুরে দুবাইয়ের মাঠে নামেননি। আজ কোন কোন জায়গা দিয়ে ঘুরে মাঠে নামতে হয়েছে বলে জানান বুমরাহ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :