চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক শতরানে ১২টি নজির গড়লেন বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো শতরানের ইনিংস খেলেছেন বিরাট কোহলি। ১১১ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন তিনি। এই ইনিংসের পথে ১২টি নজির গড়েছেন ভারতীয় ক্রিকেটার।
কোহলির ১২ নজির:
১) দ্রুততম ১৪ হাজার রান
পাকিস্তান ম্যাচের আগে কোহলির ১৪ হাজার রান করতে ১৫ রান দরকার ছিল। পাকিস্তান ম্যাচে তা পূর্ণ করেছেন কোহলি। মাত্র ২৮৭ ইনিংসে এই রান করেছেন তিনি, যা এক দিনের ক্রিকেটে দ্রুততম।
২) চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক ৫০-এর বেশি রান
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছ’বার ৫০ বা তার বেশি রান করলেন কোহলি। এত দিন এই নজির ছিল শিখর ধাওয়ান, সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়ের দখলে। তাঁরাও ছ’বার ৫০ বা তার বেশি রান করেছেন। সেই নজিরে ভাগ বসালেন কোহলি।
৩) আইসিসির এক দিনের প্রতিযোগিতায় সর্বাধিক ৫০-এর বেশি রান
এক দিনের বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে মোট ২৩ বার ৫০ বা তার বেশি রান করলেন কোহলি। এত দিন একক ভাবে শীর্ষে ছিলেন সচিন তেন্ডুলকর। তিনিও ২৩ বার এই কীর্তি করেছেন। তাতে ভাগ বসালেন কোহলি।
৪) আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় সর্বাধিক রান
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের তালিকায় তিন নম্বরে উঠলেন কোহলি। তিন ফরম্যাট মিলিয়ে তাঁর রান ২৭,৫০৩। রিকি পন্টিংকে (২৭,৪৮৩) ছাপিয়ে গিয়েছেন তিনি। শীর্ষে সচিন। তাঁর রান ৩৪,৩৫৭। দ্বিতীয় স্থানে থাকা কুমার সঙ্গকারার রান ২৮,০১৬।
৫) পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনও ভারতীয়ের প্রথম শতরান
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে এত দিন কোনও ভারতীয় ব্যাটার শতরান করতে পারেননি। ২০১৭ সালে রোহিত শর্মার করা ৯১ রান ছিল সর্বোচ্চ। রোহিতকে ছাপিয়ে গেলেন কোহলি। প্রথম ব্যাটার হিসাবে পাকিস্তানের বিরুদ্ধে শতরান করলেন তিনি।
৬) চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে সর্বাধিক রান
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে এত দিন সর্বাধিক রান ছিল সনৎ জয়সূর্যের। মোট ১৮৯ রান করেছিলেন তিনি। সেই রেকর্ড ভেঙে দিলেন কোহলি। এই ইনিংসের পর পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট ২২৪ রান হল কোহলির।
৭) চ্যাম্পিয়ন্স ট্রফি ও এক দিনের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে একমাত্র শতরানকারী ব্যাটার
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বের চার ব্যাটার শতরান করেছেন। এক দিনের বিশ্বকাপে আবার ১৩ জন পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেছেন। কিন্তু কোহলিই একমাত্র ক্রিকেটার, যিনি চ্যাম্পিয়ন্স ট্রফি ও এক দিনের বিশ্বকাপ— দু’টি প্রতিযোগিতাতেই পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেছেন।
৮) আইসিসি প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে সর্বাধিক রান
চ্যাম্পিয়ন্স ট্রফি ও এক দিনের বিশ্বকাপ মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে মোট ৪৩৩ রান হয়েছে কোহলির। এটি পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি প্রতিযোগিতায় কোনও ব্যাটারের করা সর্বাধিক রান। আগে এই রেকর্ড ছিল রোহিতের (৩৭০)। তা ভেঙেছেন কোহলি।
৯) ভারতের হয়ে এক দিনের ক্রিকেটে সর্বাধিক ক্যাচ
এক দিনের ক্রিকেটে মোট ১৫৮টি ক্যাচ ধরেছেন কোহলি, যা সর্বাধিক। এত দিন এই রেকর্ড ছিল মহম্মদ আজহারউদ্দিনের। এক দিনের ক্রিকেটে ১৫৬টি ক্যাচ ধরেছিলেন তিনি। তা ভেঙেছেন কোহলি। এক দিনের ক্রিকেটে কোহলির থেকে বেশি ক্যাচ ধরেছেন মাহেলা জয়বর্ধনে (২১৮) ও রিকি পন্টিং (১৬০)।
১০) পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বার ম্যাচের সেরা
রবিবার দুবাইয়ে ম্যাচের সেরা হয়েছেন কোহলি। এই নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি প্রতিযোগিতায় মোট পাঁচ বার ম্যাচের সেরা হয়েছেন তিনি, যা সর্বাধিক। আইসিসি প্রতিযোগিতায় আর কোনও ক্রিকেটার কোনও একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে তিন বারের বেশি ম্যাচের সেরার পুরস্কার পাননি। কোহলি পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন বার এবং এক দিনের বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক বার করে ম্যাচের সেরা হয়েছেন।
১১) ক্যারিয়ারে ৮২তম শতরান
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৮২টি শতরান হল কোহলির। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। এক নম্বরে থাকা সচিনের (১০০) থেকে এখনও ১৮টি শতরান কম রয়েছে তাঁর।
১২) চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম শতরান
এই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচে শতরান করলেন কোহলি। ২০১৩ ও ২০১৭ সালে এই প্রতিযোগিতায় খেললেও শতরান করতে পারেননি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই ইনিংসের আগে মোট ৫৫১ রান ছিল তাঁর। পাঁচটি অর্ধশতরান করেছিলেন। এই ইনিংসের পর সেই রানের সংখ্যা দাঁড়াল ৬৫১।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :