AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শতরান করার পরেও কোহলির উপর চটলেন গাভাস্কার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:২৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
শতরান করার পরেও কোহলির উপর চটলেন গাভাস্কার

পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ব্যাটার বিরাট কোহলি সেঞ্চুরি করেন, পাশাপাশি ৬ উইকেটে ভারতকে জয় এনে দেন। পাকিস্তানের বিরুদ্ধে জয়ের কার্যত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। 

সোমবার যদি বাংলাদেশকে হারিয়ে দেয় নিউজিল্যান্ড, তাহলে টাইগারদের পাশাপাশি পাকিস্তানও ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাবে। একই সঙ্গে সেমিফাইনালে উঠবে ভারত এবং নিউজিল্যান্ড। তবে পাকিস্তান ম্যাচে কোহলি দুরন্ত শতরান হাঁকিয়ে দলকে জেতালেও, তার উপর চটেছেন সুনীল গাভাস্কার।

পাকিস্তানের বিরুদ্ধে ১১১ বলে অপরাজিত ১০০ রান করেন বিরাট কোহলি। বিরাট কোহলি ৯০.০৯ স্ট্রাইক রেটে এই রান করেছেন এবং তার ইনিংস সাজানো ছিল ৭টি চারে। আর এই ইনিংসের জন্য ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ পুরস্কারও পেয়েছেন কোহলি। তা সত্ত্বেও তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির উপর ক্ষিপ্ত প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার। কোহলিকে নিয়ে বিস্ফোরক দাবি করে ঝড় তুলেছেন লিটল মাস্টার সুনীল। 

হঠাৎ কেন বিরাট কোহলির প্রতি ক্ষুব্ধ গাভাস্কার? এর পেছনের কারণ জানলে ভক্তরাও অবাক হবেন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাট করতে গিয়ে কোহলি করেছিলেন বিরাট একটা ভুল। এই ভুলের পর সেঞ্চুরির আগেই আউট হয়ে যেতে পারতেন তিনি। আসলে, বিরাট কোহলি অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড বা জেনে-বুঝে ফিল্ডিংয়ে বাধা দেওয়ার জন্য আউট হতে পারতেন। ২০২৪ আইপিএলে যেমন রবীন্দ্র জাদেজাকে আউট হতে হয়েছিল।

যে কারণে ম্যাচ চলাকালীন ধারাভাষ্য দেওয়ার সময়ে কোহলির প্রতি বিরক্তি প্রকাশ করেছিলেন সুনীল গাভাস্কার । গাভাস্কার  বলেন, ‘ওর (বিরাট কোহলি) বল থামানোর দরকার ছিল না। ও ভাগ্যবান যে কেউ আবেদন করেননি। এটি করে কোহলি অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড হওয়ার কারণে আউট হতে পারতেন।’

ভারতের ইনিংসের ২১তম ওভারের সময়ে এই ঘটনাটি ঘটেছিল। সেই সময় ব্যাট করছিলেন বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার। কোহলি হ্যারিস রউফের বলটি কভার এবং পয়েন্টের মধ্যে দিয়ে ঠেলে দিয়ে একটি রান নেন। নন-স্ট্রাইকার প্রান্তে বিরাট কোহলি ক্রিজে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কোহলি একটি থ্রো থামানোর চেষ্টা করছিলেন। বিরাট কোহলির কাছে ফিল্ডিং করা বাবর আজম সেই থ্রো ট্র্যাক করছিলেন। পাকিস্তান দল যদি তখন আবেদন করত, জেনে-বুঝে ফিল্ডিংয়ে বাধা দিচ্ছে কোহলি, তার জন্য আউট হতে পারতেন তিনি। তখন কোহলির রান ছিল ৪১।

একুশে সংবাদ/ এস কে

Link copied!