AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সমালোচনায় কান দেন না কোহলি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৩৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
সমালোচনায় কান দেন না কোহলি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে  পঞ্চম ম্যাচে গতরাতে  পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতকে ৬ উইকেটের জয় এনে দেন বিরাট কোহলি। এই সেঞ্চুরির মাধ্যমেই সমালোচকদের কড়া জবাব দিয়েছেন তিনি। তবে বাইরের সমালোচনায় কান দেন না বলে জানিয়েছেন কোহলি।

বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর পর ভাল অবস্থায় থেকে পাকিস্তানের মুখোমুখি হয় ভারত। তারপরও মর্যাদার ম্যাচ হওয়ায় পাকিস্তানের বিপক্ষে বাড়তি চাপ ছিল টিম ইন্ডিয়ার ওপড়ে। কারন সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছেই হেরেছিলো ভারত। 

আট বছর পর হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেই ভারতকে জয় উপহার দিলেন কোহলি। তার ১০০ রানের সুবাদে পাকিস্তানের দেয়া ২৪২ রানের টার্গেটে ৪৫ বল বাকী রেখেই স্পর্শ করেছে টিম ইন্ডিয়া।ওয়ানডে ক্যারিয়ারের ৫১তম সেঞ্চুরির ইনিংসে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। স্বদেশী শচীন টেন্ডুলকারের কীর্তি ভেঙ্গে ওয়ানডেতে দ্রুত ১৪ হাজার রানের নয়া রেকর্ড গড়েন কোহলি।

রেকর্ড গড়া ইনিংসে ১১১ বল মোকাবেলায়  ৭টি চার মারেন কোহলি। ম্যাচ শেষে নিজের ইনিংস নিয়ে কোহলি বলেন, ‘এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এভাবে ব্যাটিং করতে পাররে  ভালই লাগে, যেখানে সেমিফাইনালে খেলাটা প্রায় নিশ্চিত হয়েছে। রোহিত আউট হওয়ার পর আমার কাজ ছিল মাঝের ওভারগুলোতে ম্যাচের নিয়ন্ত্রণ  নিজেদের দখলে রাখা। স্পিন নয়, পেসারদের বিপক্ষে ঝুঁকি নিয়ে খেলা। নিজের পারফরমেন্সে আমি খুশি, ওয়ানডেতে আমি এভাবেই খেলি।’

তিনি আরও বলেন, ‘নিজের খেলাটা আমি খুব ভাল বুঝি। জানি আমাকে কি করতে হবে। বাইরের আলোচনা থেকে নিজেকে দূরে রাখি। নিজের শক্তির জায়গা ও ভাবনা নিয়ে কাজ করি। এ ধরণের ম্যাচে প্রত্যাশা ও উত্তেজনার সাথে মানিয়ে নেওয়া আমার জন্য সহজ।’

মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন কোহলি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও কোন কমতি ছিল না বলে জানান তিনি, ‘আমি নিজেকে বলি, ফিল্ডিংয়ে শতভাগ দিতে হবে। এ নিয়ে গর্বও করি। আপনি যখন মাথা নিচু রেখে নিজের কাজটা করবেন, কাজ হবে। পরিষ্কার ধারণা গুরুত্বপূর্ণ। যখন বলের গতি থাকবে, তখন রান করতে হবে।’

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ২ মার্চ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তিন দিনে প্রথম দুই ম্যাচ খেলার পর, নিউজিল্যান্ড ম্যাচের আগে ছয়দিনের বিরতি পাচ্ছে ভারত। এমন বিরতিতে খুশি কোহলি, ‘৩৬ বছর বয়সে এক সপ্তাহের ছুটিতে আমি খুশি। কারণ এখন কিছু করতে মাঠে অনেক পরিশ্রম করতে হয় আমাকে।’

একুশে সংবাদ/ এস কে

Link copied!