AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২৩৬ রানেই থেমে গেলো বাংলাদেশ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:৪৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
২৩৬ রানেই থেমে গেলো বাংলাদেশ

রাওয়ালপিন্ডিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া ৪৫ রান করেছেন জাকের আলি। নিউজিল্যান্ডের হয়ে ২৬ রানে ৪ উইকেট শিকার করেছেন মাইকেল ব্রেসওয়েল।এক প্রান্তে ব্যাটারদের এমন আসা-যাওয়ার মিছিলেও আরেক প্রান্তে একাই লড়েছেন নাজমুল হোসেন শান্ত। তার ফিফটিতে লড়াইয়ে পুঁজি পায় বাংলাদেশ।

রাওয়ালপিন্ডিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া ৪৫ রান করেছেন জাকের আলি। নিউজিল্যান্ডের হয়ে ২৬ রানে ৪ উইকেট শিকার করেছেন মাইকেল ব্রেসওয়েল।

টস জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও এরপরে আসা যাওয়ার মিছিলে নামে বাংলাদেশের ব্যাটাররা। তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে। এক প্রান্তে ব্যাটারদের এমন আসা-যাওয়ার মিছিলেও আরেক প্রান্তে একাই লড়েছেন নাজমুল হোসেন শান্ত। তার ১১০ বলে ৭৭ ও জাকের আলীর ৪৫ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের হয়ে আজ ওপেনিংয়ে নামেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার। প্রথম আট ওভারেই তুলে নেন ৪৫ রান। তবে পরের ওভারেই এই জুটি ভাঙেন মাইকেল ব্রেসওয়েল। মাইকেল ব্রেসওয়েলের বলে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তানজিদ হাসান। আউট হওয়ার আগে করেন ২৪ বলে ২৪ রান। তার বিদায়ে ৪৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

তানজিদ হাসানের বিদায়ের পর ক্রিজে আসেন মেহেদী হাসান মিরাজ। ক্রিজে এসে শান্তর সঙ্গে জুটি গড়ে দেখেশুনেই খেলতে থাকেন তিনি। তবে বেশিদূর এগোনোর আগেই তাকে থামিয়ে দেন উইলিয়াম ও’রোরকে। উইলিয়াম ও’রোরকের বলে মিড অনে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান মিরাজ। আউট হেওয়ার আগে করেন ১৪ বলে ১৩ রান। তার বিদায়ে ৬৪ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

মিরাজের বিদায়ের পর আগের ম্যাচে সেঞ্চুরি তুলে নেওয়া তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন নাজমুল হোসেন শান্ত। তবে আগের ম্যাচে সেঞ্চুরি তুলে নিলেও আজ পুরোপুরি ব্যর্থ ছিলেন হৃদয়। ২৪ বলে মাত্র ৭ রান করে মাইকেল ব্রেসওয়েলের বলে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান হৃদয়। তার বিদায়ে ৯৭ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।

আগের ম্যাচের মতো আজও ব্যর্থ ছিলেন মুশফিকুর রহীম। ভারতের বিপক্ষে শূন্য রানে ফিরে যাবার পর আজকের ম্যাচে মাত্র ২ রান করেই সাজঘরে ফিরে যান তিনি। ভারতের বিপক্ষে একাদশে না থকালেও নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ হলেন তিনি। ১৪ বলে মাত্র ৪ রান করেই সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ১১৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এর মাঝেই একপ্রান্ত আগলে রেখে নিজের ওয়ানডে ক্যারিয়ারের দশম হাফ সেঞ্চুরি তুলে নেন শান্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ তিনি ৭০ বলে পূর্ণ করেন অর্ধশতক।অর্ধশতক তুলে নিয়ে জাকের আলী অনিককে সঙ্গে নিয়ে দলকে টেনে তুলতে থাকেন তিনি। এই জুটিতে ভর করে ৩৫.১ ওভারে দেড়শ রানের গণ্ডি পার করে বাংলাদেশ।একপ্রান্ত আগলে দুর্দান্ত ব্যাটিং করা শান্তর সেঞ্চুরির আশায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। তবে সবাইকে হতাশ করে দিয়ে ব্যক্তিগত ৭৭ রানে ফিরে যান সাজঘরে। তার বিদায়ে ভাঙে ৪৫ রানের জুটি।

শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন রিশাদ হোসেন। ক্রিজে এসেই জাকের আলীর সঙ্গে জুটি গড়ে দেখেশুনেই খেলতে থাকেন তিনি। তবে থীতু হয়েও নিজের ইনিংসকে বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন তিনি। ২৫ বলে ২৬ রান করে ম্যাট হেনরির বলে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ১৯৬ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ।


একুশে সংবাদ/ এস কে

Link copied!