নিউজিল্যান্ডের কাছে উদ্বোধনী ম্যাচে হারার পরেই পাকিস্তান ক্রিকেট দলের সমালোচনায় সরব হন ওদেশের প্রাক্তনীরা। তবু সবাই কোথাও একটা আশায় বুক বেঁধেছিলেন যে, হয়তো ভারতকে হারিয়ে ছবিটা বদলে দিতে পারবেন মহম্মদ রিজওয়ানরা। বাস্তবিকই পাকিস্তান তাদের দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়াকে পরাজিত করলে রিজওয়ানদের সাত খুন মাফ হয়ে যেত।
তবে ভারতের কাছে আত্মসমর্পণ করে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার পরে বাবর আজমদের নিয়ে সমালোচনা অত্যন্ত তীব্র হয়। ওয়াসিম আক্রম, শোয়েব আখতার, মহম্মদ হাফিজরা চাঁচাছোলা ভাষায় বাবর আজমদের সমালোচনা করেছেন। এবার সেই দলে নাম লেখালেন পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন সানা মীর। পিটিভি স্পোর্টসের অনুষ্ঠানে সানা স্পষ্ট জানান যে, পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এক্কেবারে ভুলভাল দল বেছে নিয়েছে। তাঁর দাবি দল নির্বাচনের সময়েই পাকিস্তানের হার নিশ্চিত হয়ে গিয়েছিল।
সানা বলেন, ‘আমরা যখন (ভারতের বিরুদ্ধে) ম্যাচ দেখছিলাম, এক বন্ধু আমাকে মেসেজ করে। যখন ১০০ রানে ২ উইকেট পড়ে, আমার বন্ধু বলে যে, ম্যাচ হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। বন্ধুকে আমি বলি যে, না, ম্যাচ তখনই শেষ হয়ে গিয়েছে যখন আমরা দল ঘোষণা করি। আমরা অর্ধেকের বেশি হেরে গিয়েছিলাম এই ১৫ জনকে বেছে নেওয়ার দিনেই।’
এখানেই না থেমে সানা আরও দাবি করেন যে, বিশ্বের সেরা ক্যাপ্টেনদের হাতে এই দল দিলেও ম্যাচ জেতা সম্ভব নয়। এক্ষেত্রে সানা সেরা ক্যাপ্টেন হিসেবে মহেন্দ্র সিং ধোনি ও ইউনিস খানের নাম উল্লেখ করেন
সানা বলেন, ‘আপনি মহেন্দ্র সিং ধোনি বা ইউনিস খানকে ক্যাপ্টেন করুন, ওদের কেউই এই দল নিয়ে কিচ্ছু করে দেখাতে পারবে না। এই দলটা আমাদের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানানসই নয়। আমাদের একটা ম্যাচ খেলতে হতো দুবাইয়ে। তাহলে কীভাবে দু’জন পার্টটাইম স্পিনার দিয়ে কাজ চালানো যাবে! আবরার ওয়ান ডে ক্রিকেটে এখনও নতুন। তাছাড়া গত ৫ ম্যাচে ও মাত্র ২টি উইকেট নিয়েছে।`
সানা মীর শেষে বলেন, ‘কারও হাতে খুব বেশি ক্ষমতা দেওয়া ভালো নয়। আবার খুব কম ক্ষমতাও যথাযথ নয়। যদি আমরা একই ভুল করতেই থাকি, কিছুই বদলাবে না। দুর্ভাগ্যের বিষয় হল, যখনই পিসিবিতে কোনও বদল হয়, একজন সামনে এসে বলবেন ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত। তাঁর নীচে যাঁরা থাকেন, তাঁদের মুখে কোনও কথা শোনা যাবে না। ফলে কিচ্ছু বদলাবে না।’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :