AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তামিম ইকবালসহ ১৪ জন একুশে স্মারক সম্মাননা পাচ্ছেন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:৪১ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
তামিম ইকবালসহ ১৪ জন একুশে স্মারক সম্মাননা পাচ্ছেন

নানা ক্ষেত্রে অবদানের জন্য এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছেন ড. সলিমুল্লাহ খানসহ ১৪ জন। এর মধ্যে আটজনকে একুশে স্মারক সম্মাননা পদক এবং ছয়জনকে সাহিত্য পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) একুশে স্মারক সম্মাননা পদক পাচ্ছেন। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদকপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়। আগামীকার বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল চারটায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের পাশে জিমনেসিয়াম মাঠে অমর একুশে বইমেলা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হবে।

একুশে স্মারক সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-

ভাষা আন্দোলন: বদিউল আলম চৌধুরী (মরণোত্তর)।
সমাজসেবা ও গবেষণা: প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।
চিকিৎসাবিজ্ঞান: অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস।
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলন: বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী।
সমাজসেবা: লায়ন কামরুন মালেক।
সঙ্গীত: নকিব খান।
সাংবাদিকতা: জাহেদুল করিম কচি।
ক্রীড়া: তামিম ইকবাল খান।

এছাড়া ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে সাহিত্য পুরস্কার দেয়া হবে। তারা হলেন-
কথাসাহিত্য: প্রফেসর আসহাব উদ্দীন (মরণোত্তর)
প্রবন্ধ ও গবেষণা: প্রফেসর ড. সলিমুল্লাহ খান
শিশুসাহিত্য: মিজানুর রহমান শামীম
শিশু-চিকিৎসাসাহিত্য: প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী
কবিতা: জিললুর রহমান
অনুবাদ সাহিত্য: ফারজানা রহমান শিমু
তামিম ইকবালের এই অর্জন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য এক গর্বের বিষয়। দেশের ক্রিকেটে তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হচ্ছে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!