AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে রাতে মাঠে নামবে বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৩৭ এএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে রাতে মাঠে নামবে বাংলাদেশ

আজ বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। সিনিয়র পর্যায়ে বাংলাদেশ আজই প্রথম আরব আমিরাতের বিপক্ষে খেলবে।বাংলাদেশ নারী ফুটবল দল গতকাল ভোরে দুবাই পৌছান। কিছু সময় বিশ্রাম নিয়ে সন্ধ্যায় অনুশীলন করেন আফিদারা। মধ্যপ্রাচ্য গরম হলেও দুবাইয়ে এখন শীতল আবহাওয়া। তবে এ নিয়ে চিন্তিত নন বাংলাদেশের অধিনায়ক, ‘বাংলাদেশেও শীত ছিল। এখানে একটু ঠান্ডা সমস্যা হলেও সমস্যা হবে না।’

বাংলাদেশ এএফসির বয়সভিত্তিক আসরগুলোতে আরব আমিরাতকে বড় ব্যবধানে হারিয়ে বিগত সময়ে। সিনিয়র দলের মুখোমুখিতে জয় খুব সহজ হবে না সেটা অনুধাবন করছেন বৃটিশ কোচ পিটার বাটলার, ‘আরব আমিরাতের নারী দল লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে। আমাদের দলে অনেক খেলোয়াড় নতুন কিন্তু তারা প্রতিশ্রুতিশীল।’     

ফিফা প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নতুন এক বাংলাদেশ মাঠে নামবে।কারণ নিয়মিত অধিনায়ক সাবিনাসহ সিনিয়র ১৮ জন খেলোয়াড়দের ছাড়া আজ মাঠে নামবে লাল সবুজের দল। সর্বশেষ সাফের দল থেকে ২৩ সদস্যের নতুন স্কোয়াডে ৮ জন আছেন। এই ৮ জনের মধ্যে সাফের একাদশে খেলেছেন শুধু আফঈদা খন্দকার। বাকি ১৫ জনই অনূর্ধ্ব-২০ দলের। যাদের মধ্যে ৯ ফুটবলারের আন্তর্জাতিক অঙ্গনে কোনও অভিজ্ঞতা নেই।বর্তমান ফিফা র‍্যাংঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৩২ আর অন্য দিকে আমিরাতের অবস্থান ১১৬।  

বৃটিশ কোচ পিটার বাটলার গতকাল সন্ধ্যায় দুবাইয়ে অনুশীলনেও শৃঙ্খলার কথা বলেছেন। কোচ-খেলোয়াড় দ্বন্দ্বে শৃঙ্খলা গুরুত্বপূর্ণ ইস্যু থাকলেও বাফুফে এই সফরে কোনো অভিজ্ঞ ম্যানেজার দেয়নি। কোচিং স্টাফের  একজনকে ম্যানেজারের দায়িত্ব দিয়েছে। বিদেশ সফরের জন্য সরকারের অনুমতি আদেশে অবশ্য তার পদবী সহকারী কোচ।


একুশে সংবাদ/ এস কে

Link copied!