AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিতর্কে মেসি, বিপক্ষের সহকারী কোচকে ঘাড়ধাক্কা!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৪১ পিএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
বিতর্কে মেসি, বিপক্ষের সহকারী কোচকে ঘাড়ধাক্কা!

নতুন বছরে মেজর লিগ সকারের প্রথম ম্যাচেই মাথা গরম করে বিতর্কের কেন্দ্রে লিওনেল মেসি। রেফারিকে আঙুল তুলে শাসালেন। হলুদ কার্ড দেখার পরও শান্ত হননি তিনি। প্রতিপক্ষ দলের সহকারী কোচকে ঘাড়ধাক্কা দিলেন। তার এমন আচরণের সমালোচনা শুরু হয়েছে। ফুটবলপ্রেমীদের একাংশ ইন্টার মায়ামির অধিনায়কের শাস্তির দাবি করেছেন। 

গত রবিবার নিউইয়র্ক সিটি এফসির মুখোমুখি হয়েছিল মেসির ইন্টার মায়ামি। শুরু থেকেই আক্রমণের ঝড় তোলেন মেসিরা। মায়ামি তার সুফলও পায়। টমাস অ্যালভেসের গোলে এগিয়ে যান মেসিরা। কিন্তু গোল করার কয়েক মিনিট পরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যালভেস। ২৩ মিনিটের মাথায় ১০ জন হয়ে যাওয়ায় মেসিরা খানিকটা রক্ষণাত্মক হয়ে যান। সেই সুযোগে দু’টি গোল করে নিউইয়র্ক সিটি এফসি। ম্যাচের প্রায় শেষ পর্যন্ত ১-২ ব্যবধানে পিছিয়ে ছিলেন মেসিরা। খেলা শেষ হওয়ার আগে মেসির পাস থেকে বল পেয়ে সমতা ফেরান টেলাস্কো সেগোভিয়া।

প্রায় ৮০ মিনিট ১০ জনে খেলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও কিছু ক্ষণ ধরেই ক্ষুব্ধ দেখাচ্ছিল মেসিকে। লাল কার্ড-সহ রেফারির বেশ কিছু সিদ্ধান্ত দলের বিরুদ্ধে যাওয়ায় অখুশি ছিলেন মায়ামি অধিনায়ক। খেলা শেষ হওয়ার বাঁশি বাজতেই রেফারি অ্যালেক্সিস দ্য সিলভার দিকে তেড়ে যান মেসি। আঙুল তুলে শাসান। তাঁকে বেশ উত্তেজিত ভাবে কথা বলতে দেখা গিয়েছে। মুখ হাত দিয়ে ঢেকেও কিছু কথা বলেন। মেসি বার বার রেফারিকে বলেন, ‘তুমি কাপুরুষ।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে মেসিকে হলুদ কার্ড দেখান সিলভা। তার পরও শান্ত হননি মায়ামি অধিনায়ক। রেফারির সঙ্গে তর্ক চালিয়ে যেতেই থাকেন।

এর পর মাঠ থেকে বেরিয়ে আসার পর আরও একটি কাণ্ড ঘটান ক্ষুব্ধ মেসি। মাঠের পাশে দাঁড়িয়ে থাকা নিউইয়র্ক সিটি এফসির সহকারী কোচ নেহদি বালুচির সঙ্গেও কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। তিনি মেসির আচরণের প্রতিবাদ করছিলেন। তা দেখে আরও রেগে যান এমএল টেন। বালুচির সঙ্গেও তর্কাতর্কিতে জড়িয়ে ধরেন মেসি। এক সময় দেখা যায়, প্রতিপক্ষ দলের সহকারী কোচের ঘাড়ধাক্কা দিয়ে কিছু একটা বলছেন। মেসির এই আচরণে বিস্মিত বালুচি প্রায় বাক্‌রুদ্ধ হয়ে যান। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

বৃষ্টিতে বাতিল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ, চাপ বাড়ল ইংল্যান্ড, আফগানিস্তানের
সূত্রের খবর, মেসির এমন আচরণে অখুশি মেজর লিগ এবং ইন্টার মায়ামি কর্তৃপক্ষও। শাস্তি পেতে হতে পারে তাকে।

একুশে সংবাদ/ এস কে
 

 

Link copied!