AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন রোনাল্ডো


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:০১ পিএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন রোনাল্ডো

আল নাসেরকে জেতানোর পরেই সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাও এমন বিষয়ে যেটির জন্য তিনি নিজে কোনও ভাবেই দায়ী নন। রোনাল্ডোর এই আচরণের প্রশংসা করেছেন সমর্থকেরা। খেলার প্রতি তিনি কতটা দায়বদ্ধ সেটাও তুলে ধরেছেন।    

সৌদি প্রো লিগে মঙ্গলবার আল নাসের বনাম আল ওয়েহদার ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল রাত ৯.৩০ থেকে। কিন্তু ট্র্যাফিক জ্যামে ফেঁসে যায় রোনাল্ডোদের বাস। কিক-অফের সময় পেরিয়ে যাওয়ার ৯ মিনিট পরে রোনাল্ডোরা মাঠে পৌঁছান। বাধ্য হয়ে খেলা শুরুর সময় এক ঘণ্টা পিছিয়ে দিতে হয়। রাত ১০.৩০টা থেকে শুরু হয় ম্যাচ। রোনাল্ডোরা জিতেছেন ২-০ গোলে। শুধু তাই নয়, নিজে পেনাল্টি না নিয়ে তা সতীর্থ সাদিয়ো মানেকে ছেড়ে দিয়ে প্রশংসিত হয়েছেন রোনাল্ডো। 

ম্যাচের পর তিনি বলেছেন, “কঠিন ম্যাচ খেললাম। প্রথমার্ধটা খুবই কঠিন ছিল। কারণ ট্র্যাফিক জ্যাম এবং রাস্তা বন্ধ থাকার জন্য তিন ঘণ্টা বাসযাত্রা করে আসতে হয়েছে আমাদের। ম্যাচ দেরিতে শুরু হওয়ার জন্য গোটা আল নাসের দলের তরফে আমি ক্ষমা চাইছি। এটা আর হওয়া উচিত নয়।” 

রোনাল্ডো জানিয়েছেন, ভবিষ্যতের ম্যাচগুলি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের কাছে। বিশেষত এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, যেখানে আগামী সোমবার তারা খেলবেন ইরানের এস্তেঘলালের বিপক্ষে। রোনাল্ডোর কথায়, “ম্যাচ ধরে ধরে আত্মবিশ্বাস বাড়াতে হবে আমাদের। পর পর জিততে হবে। দেখা যাক আগামী দিনে কী হয়।”

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!