AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তানের দায়িত্ব নিতে চান ভারতীয় কোচ!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:২৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
পাকিস্তানের দায়িত্ব নিতে চান ভারতীয় কোচ!

আবার বিতর্কিত মন্তব্য যোগরাজ সিংহের। পাকিস্তানের ক্রিকেট দলের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। যুবরাজ সিংহের পিতা দাবি করেছেন, এক বছরে দলকে দাঁড় করিয়ে দেবেন তিনি। যোগরাজ খোঁচা মেরেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটারদেরও।

এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। কিন্তু সবার আগে বিদায় নিয়েছে তারা। প্রথমে নিউজিল্যান্ড ও তার পরে ভারতের কাছে হেরেছে বাবর আজমরা। তাদের খেলার সমালোচনা চলছে দেশে। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসের মতো সাবেক ক্রিকেটারেরা দলের কোচ থেকে শুরু করে ক্রিকেটার— সকলের সমালোচনা করেছেন। এই পরিস্থিতিতে যোগরাজ জানিয়েছেন, আকরামরা সমালোচনা করলেও দলের হাল ধরতে চাইছেন না। এই পরিস্থিতিতে তিনি এগিয়ে গিয়েছেন।

যোগরাজ বলেন, “ওয়াসিমজি (আকরাম), আপনি কী করছেন? ধারাভাষ্য দিয়ে টাকা রোজগার করছেন। দেশে গিয়ে এই ক্রিকেটারদের নিয়ে শিবির করুন। ওদের শেখান। আমি দেখতে চাই আপনাদের মধ্যে কে পাকিস্তানকে বিশ্বকাপ জেতাতে পারবে।” তার পরেই নিজের কথা বলেন যুবরাজের পিতা।

তিনি বলেন, “আমি যাচ্ছি। আমি পাকিস্তানের কোচ হতে চাই। এক বছরের মধ্যে দলকে দাঁড় করিয়ে দেব। আপনারা শুধু দেখবেন।”

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার জেরে কোচ আকিব জাভেদের চাকরি যাওয়া সময়ের অপেক্ষা। প্রতিযোগিতা শেষেই তা ঘোষণা হতে পারে। নতুন কোচ নিয়োগ করতে হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। যা খবর, তাতে এ বার আর বিদেশি কোচ খুঁজছে না তারা। দেশের সাবেক ক্রিকেটারদের সঙ্গে কথা বলা হতে পারে। কিন্তু কেউ দায়িত্ব নিতে চাইবেন কি না, তা নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে যোগরাজ নিজের মনের কথা বললেন।

যোগরাজ ভারতের হয়ে একটি টেস্ট ও ছ’টি এক দিনের ম্যাচ খেলেছেন। ক্রিকেটারের থেকে কোচ হিসাবে তাঁর নাম বেশি। কয়েক বছর আগে শচিন টেন্ডুলকারের পুত্র অর্জুনকেও কোচিং করিয়েছেন তিনি। সেই যোগরাজ এ বার পাকিস্তানের কোচ হতে চান।  

কোচিং করানোর পাশাপাশি মাঝেমাঝেই বিতর্কিত মন্তব্য করেন যোগরাজ। বিশেষ করে মহেন্দ্র সিংহ ধোনির বিরুদ্ধে অনেক অভিযোগ তাঁর। যোগরাজের অভিযোগ, তাঁর পুত্র যুবরাজের কেরিয়ার শেষ করে দেওয়ার চেষ্টা করেছেন ধোনি। এমনকি, ২০১৯ সালে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের হারের নেপথ্যেও ধোনিকে দায়ী করেছেন তিনি। যুবরাজ অবশ্য পিতার কথায় সায় দেননি। উল্টে তিনি প্রকাশ্যে জানিয়েছেন, তাঁর পিতার মানসিক সমস্যা রয়েছে। তাই যোগরাজের কথায় কাউকে গুরুত্ব দিতে নিষেধ করেছেন তিনি।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!