চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরে জাদরানের রেকর্ড গড়ার দিনে ডু অর ডাই ম্যাচে ইংলিশদের সামনে রানের পাহাড় দাঁড় করিয়েছে আফগানিস্তান। চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরে টিকে থাকতে হলে ম্যাচে জয় তুলে নিতে হবে ইংল্যান্ডকে। একই সমীকরণ আফগানদের সামনেও।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি আফগানদের। স্কোরবোর্ডে ১১ রান তুলতেই বিদায় নেন রহমানুল্লাহ গুরবাজ। ১৫ বলে ৬ রান করে আর্চারের শিকারে পরিণত হন। স্কোরবোর্ডে আরও ৪ রান যোগ হতেই দ্বিতীয় উইকেট হারায় আফগানরা। এবার আর্চারের শিকার সেদিকুল্লাহ অটল। দলীয় ৩৭ রানে রহমত শাহকে রশিদের ক্যাচ বানিয়ে ফেরান আর্চার। এটি ছিল ম্যাচে আর্চারের তৃতীয় উইকেট।
চতুর্থ উইকেটে ইব্রাহিম জাদরান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদিকে নিয়ে শুরু ধাক্কা সামলানের দায়িত্ব কাঁধে তুলে নেন। এই জুটি ১০৩ রান সংগ্রহ করে সেই ধাক্কা ভালো ভাবেই সামাল দেন। দলীয় ১৪০ রানে আদিল রশিদ ৬৭ বলে ৪০ রান করা শাহিদিকে বোল্ড করে জুটি ভাঙেন। পঞ্চম উইকেটে এসে ওমরজাই জুটি বাঁধেন জাদরানের সঙ্গে। এ জুটি সংগ্রহ করে ৭২ রান। দলীয় ২১২ রানে জুটি ভাঙেন আজমতউল্লাহ ওমরজাই। বিদায়ের আগে তিনি ৩১ বলে ৪১ রানের ইনিংস খেলেন।
এরপর ষষ্ঠ উইকেটে অভিজ্ঞ মোহাম্মদ নবিকে সঙ্গী করে ১১১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন ইব্রাহিম জাদরান। দলীয় ৩২৩ রানে ব্যক্তিগত ১৭৭ রানে লিয়াম লিভিংস্টোনের শিকারে পরিণত হন তিনি। ১৪৬ বলে গড়া তার ইনিংসটি সাজানো ছিল ৬ ছক্কা ও ১২ চারে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :