AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক দল ঘোষণা, খেলবেন হামজা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:২৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক দল ঘোষণা, খেলবেন হামজা

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ সামনে রেখে অনুশীলন ক্যাম্পের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। এই তালিকায় থাকা ২৮জন খেলোয়াড়কে আগামী ২৮ ফেব্রুয়ারি হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় দলের ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

সৌদি আরবে অনুশীলন ক্যাম্পের জন্য ৩০ সদস্যের দলে ডাক পেয়েছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরী। তবে এখনই দলের সঙ্গে যোগ দিচ্ছেন না তিনি। আগামী ১৮ মার্চ বাংলাদেশে আসবেন হামজা। 

প্রাথমিক এই দলে জায়গা হয়নি আলোচিত গোলরক্ষক আনিসুর রহমান জিকোর। তবে দলে আছেন বসুন্ধরা কিংসের মিডফিল্ডার শেখ মোরসালিন। আছেন ব্রাদার্স ইউনিয়নে যোগ দেয়া জামাল ভূঁইয়াও।৩০ সদস্যের দলে ডাক পেয়েছেন ইতালির চতুর্থ বিভাগের দল ওলবিয়া ক্যালসিওর বাংলাদেশি বংশোদ্ভুত ফরোয়ার্ড ফাহমিদুল ইসলাম।

২৫ মার্চ শিলংয়ে ভারত জাতীয় দলের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচটি খেলবে বাংলাদেশ। ২০২৭ সালে সৌদি আরবে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের প্রাথমিক দল: 
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক রহমান কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা।

মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, পাপন সিং, শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, চন্দন রায়, মুজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা দেওয়ান চৌধুরী, ফয়সাল আহমেদ ফাহিম।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা ও ফাহামিদুল ইসলাম।  

একুশে সংবাদ/ এস কে 
 

 

Link copied!