বয়স ৪০ পেরিয়ে গেলেও এখনও মাঠ মাতিয়ে যাচ্ছেন রোনালদো। ইউরোপের গণ্ডি পেরিয়ে এখন সিআরসেভেন মাতাচ্ছেন সৌদি আরবে। আল নাসরের হয়ে নিয়মিত গোল করে যাচ্ছেন। এই বয়সেও এমন ফিটনেস এবং ধারাবাহিক পারফরমেন্স দেখে সকলেই মুগ্ধ।
শুধু তাই নয়, রোনালদোর ক্যারিয়ারটাও স্বপ্নের মতো। এক বিশ্বকাপ ছাড়া সম্ভাব্য সকল ট্রফি পেয়েছেন তিনি। জিতেছেন পাঁচ ব্যালন ডি`অর। আর গোল করার দৌড়ে তো সকলকে ছাড়িয়ে গেছেন। এখন রোনালদোর লক্ষ্য ১০০০ ক্যারিয়ার গোল। ফলে নিঃসন্দেহে ইতিহাসের সেরা ফুটবলারদের তালিকায় তাকে রাখাই যায়।
তবে সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদো নাজারিওর সেরা তিন ফুটবলারের তালিকায় জায়গা হয়নি সিআরসেভেনের। ইএসপিএন`কে দেয়া এক সাক্ষাৎকারে ইতিহাসের সেরা তিন ফুটবলারের নাম জানিয়েছেন নাজারিও। যেখানে আছেন মেসি, পেলে এবং ম্যারাডোনা। তবে সেরা তিনে জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর।
রোনালদো নাজারিওর চোখে ইতিহাসের সেরা তিন ফুটবলার হচ্ছেন পেলে, মেসি এবং ম্যারাডোনা।
নাজারিও বলেন, `পেলে ইতিহাসের এক নম্বর ফুটবলার। এরপর রয়েছেন লিওনেল মেসি এবং ম্যারাডোনা। এছাড়াও অনেক গ্রেট ফুটবলার রয়েছেন। রোনালদো (ক্রিস্টিয়ানো), জিদান, জিকো, রোমারিও, ফিগো। তবে সেরা তিন ফুটবলার নিশ্চিতভাবে পেলে, মেসি এবং ম্যারাডোনা।`
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :