আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও বাহরাইন টেনিস ফেডারেশনের ব্যবস্থানায় ইছা টাউন, বাহরাইনে আইটিএফ ওয়ার্ল্ড জুনিয়র টেনিস প্রতিযোগিতা ২০২৫ এর বালক বিভাগের খেলা ইছা টাউন, বাহরাইনে শুরু হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ বালক দল গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ বাহরাইন গমন করে। প্রতিযোগিতায় গ্রুপ পর্যায়েরে খেলায় বাংলাদেশ দল সৌদি আরব ও নেপালের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে।
নেপালের বিরুদ্ধে প্রথমদিনের প্রতিযোগিতার প্রথম এককে বাংলাদেশের রাকিন রহমান ৬-৩, ৬-১ গেমে নেপালের সাঙ্গে রোকেয়াকে এবং দ্বিতীয় এককে বাংলাদেশের কাব্য গায়েন ৬-৩, ৬-৩ গেমে নেপালের বিশ্ব বিশেসকে পরাজিত করে। ফলে দ্বৈতের খেলা বাকি থাকতেই বাংলাদেশ দল ২-০ ম্যাচে জয় নিশ্চিত করে। দ্বৈতের খেলায় বাংলাদেশের কাব্য ও আকাশ জুটি ৬-১, ৬-১ গেমে নেপালের বিশ্ব বিশেস ও রিজাল প্রার্থিকে পরাজিত করে ফলে বাংলাদেশ দল নেপালের বিরুদ্ধে ৩-০ ম্যাচে জয় লাভ করে।
সৌদি আরবের বিরুদ্ধে দ্বিতীয় দিনের খেলায় বাংলাদেশের মো: আকাশ হোসেন প্রথম এককে ৫-৭, ০-৬ গেমে সৌদি আরবের হামজা আল মনসুরির নিকট পরাজিত হয়। দ্বিতীয় এককে বাংলাদেশের কাব্য গায়েন ৬-৭, ৬-২, ৩-৬ গেমে সৌদি আরবের সারৌজি আহমেদকে পরাজিত করে ১-১ ম্যাচে সমতা ফিরিয়ে আনে। দ্বৈতের খেলায় বাংলাদেশের কাব্য গায়েন ও মো: আকাশ হোসেন ৬-৩, ৩-৬, ১০-৭ গেমে সৌদি আরবের সারৌজি আহমেদ ও সৌহিল আল ফারুকিকে পরাজিত করে। ফলে বাংলাদেশ দল ২-১ ম্যচে সৌদি আরবকে পরাজিত করল।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশসমূহ হতে ৪টি দলকে চূড়ান্তভাবে বাছাই করা হবে। বাছাইকৃত দলসমূহ আগামী ০৪-০৯ আগষ্ট ২০২৫ পর্যন্ত চেকোশ্লাভিকায় অনুষ্ঠেয় ফাইনালে অংশগ্রহণের সুযোগ পাবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :