AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দিল্লি ক্যাপিটালসে ফিরলেন কেভিন পিটারসেন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:০৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
দিল্লি ক্যাপিটালসে ফিরলেন কেভিন পিটারসেন

দিল্লি ক্যাপিটালসে মেন্টরের দায়িত্ব পেলেন কেভিন পিটারসেন। দলের প্রাক্তন অধিনায়ককে বড় দায়িত্ব দিয়েছে দল। এই প্রথম বার আইপিএলে অন্য ভূমিকায় দেখা যাবে পিটারসেনকে। আইপিএলের আগামী  মৌসুমের  আগে পুরো কোচিং দল বদলে ফেলেছে দিল্লি। 

প্রধান কোচ করা হয়েছে হেমঙ্গ বাদানিকে। সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন ম্যাথু মট। বোলিং কোচ করা হয়েছে মুনাফ পটেলকে। দলের ডিরেক্টর অফ ক্রিকেটের দায়িত্ব পেয়েছেন বেণুগোপাল রাও। এ বার মেন্টর হলেন পিটারসেন। 

২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত আইপিএলে খেলেছেন পিটারসেন। তিনটি দলে খেলেছেন তিনি। তার মধ্যে দিল্লি অন্যতম। ২০১৪ সালে দিল্লির অধিনায়ক ছিলেন তিনি। কিন্তু অধিনায়ক হিসাবে রেকর্ড ভাল নয় তাঁর। ১৪টি ম্যাচের মধ্যে মাত্র দু’টি জিতে পয়েন্ট তালিকায় সে বার সকলের শেষে ছিল দিল্লি।

সে বারই দলের অন্যতম মালিক জিএমআর গোষ্ঠীর সঙ্গে ভাল সম্পর্ক ছিল পিটারসেনের। গত বছর হ্যাম্পশায়ার কাউন্টি ক্লাবের মালিকানা কেনে জিএমআর গোষ্ঠী। সেই হাতবদলে বড় ভূমিকা নিয়েছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক পিটারসেন। দিল্লি ক্যাপিটালসের যৌথ মালিকানা রয়েছে জিএমআর ও জিএসডব্লিউ গোষ্ঠীর হাতে।গত মৌসুমের পর তাদের মধ্যে একটি চুক্তি হয়েছে। ২০২৭ সাল পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের পুরুষদের দল চালাবে জিএমআর গোষ্ঠী। জিএসডব্লিউ গোষ্ঠী চালাবে মহিলাদের আইপিএল দল। সেই কারণেই হয়তো মেন্টরের দায়িত্ব দেওয়া হয়েছে পিটারসেনকে। 

আইপিএলের বাইরে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন পিটারসেন। সব মিলিয়ে ২০০টি টি-টোয়েন্টি খেলে ৫৬৯৫ রান করেছেন তিনি। আইপিএলের পাশাপাশি ইংল্যান্ডের হয়েও ১৫টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন পিটারসেন। তার মধ্যে ২০০৮ সালে ভারতের মাটিতে দুই টেস্টের সিরিজ়ও রয়েছে।

আইপিএলের প্রথম মৌসুম থেকে খেললেও এখনও পর্যন্ত এক বারও চ্যাম্পিয়ন হতে পারেনি দিল্লি ক্যাপিটালস। এ বার দলে প্রচুর রদবদল করা হয়েছে। গত বারের অধিনায়ক ঋষভ পন্থকে ছেড়ে দিয়েঠে তারা। অক্ষর পটেল, কুলদীপ যাদব, ট্রিস্টান স্টাবস ও অভিষেক পোড়েলকে ধরে রেখেছে দল। লোকেশ রাহুল, হ্যারি ব্রুক, ফাফ ডুপ্লেসি, মিচেল স্টার্কের মতো তারকাদের কিনেছে তারা। এখনও অধিনায়ক ঘোষণা করেনি দিল্লি। তবে মনে করা হচ্ছে, রাহুলই অধিনায়ক হবেন। 

কয়েক মাস আগে দুবাইয়ে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়েছে দিল্লির দল দুবাই ক্যাপিটালস। এটাই এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ট্রফি। সেই দলের সাপোর্ট স্টাফ ছিলেন বাদানি, বেণুগোপাল ও মুনাফ। তাই তাঁদের দিল্লি ক্যাপিটালসে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের সঙ্গেই এ বার এলেন পিটারসেন।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!