AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০১ মার্চ, ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাদ পড়ার সম্ভাবনা বাবর, আফ্রিদিদের!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:১৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
বাদ পড়ার সম্ভাবনা বাবর, আফ্রিদিদের!

পাকিস্তানের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা ক্রিকেটারদের কেউ কেউ বাদ পড়বেন আগামী দিনে? এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফের মতো ক্রিকেটারদের আগামী দিনে রাখা হবে কি না, তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। 

২০০২ সাল থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্ব আসে। তার পর থেকে এই প্রথম বার আয়োজক দেশ গ্রুপে সকলের নীচে শেষ করল। একটি ম্যাচও জিততে পারেনি তারা। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ার ফলে এক পয়েন্ট পেয়েছে। রান রেট -১.০৮৭।

প্রতিযোগিতা শুরু হওয়ার পাঁচ দিনের মধ্যে ছিটকে যায় পাকিস্তান। পাক বোর্ড দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা করবে। দলে বিরাট পরিবর্তন করা হতে পারে। বাবর, শাহিন, রউফ এবং নাসিম শাহকে ছাঁটাই করা হতে পারে বলেও পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। 

অন্তর্বর্তী কোচ আকিব জাভেদ যদিও দায়িত্ব ছাড়তে রাজি নন। বোর্ড তাকে সরিয়ে দিতে পারে। পাকিস্তানের সাজঘরে কোচ এবং অধিনায়কের বনিবনা ছিল না বলেও শোনা গিয়েছে। দলে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে অধিনায়ক মহম্মদ রিজওয়ানকে না জানিয়ে। খুশদিল শাহকে নেওয়ার কথা রিজওয়ান বলেছিলেন। কিন্তু আকিব চেয়েছিলেন ফাহিম আশরফকে নিতে। সেটা তিনি রিজওয়ানকে জানাননি। নির্বাচকদের সঙ্গেও মতের মিল ছিল না অধিনায়কের। 


একুশে সংবাদ/ এস কে

Link copied!