ইংল্যান্ডের পর অজিদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে চান আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। ছাড় দিতে নারাজ অস্ট্রেলিয়া। এ ম্যাচে যে দল জিতবে তারাই চলে যাবে সেমিফাইনালে। এমন ম্যাচে আগে ব্যাট হাতে মাঠে নামবে আফগানরা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) লাহোরে ম্যাচ শুরু হবে দুপুর ৩টায়।
‘বি’ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান তিন দলই সেমিফাইনালের দৌড়ে টিকে আছে। ২ ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সমান ৩ করে পয়েন্ট আছে। ২ পয়েন্ট আছে আফগানিস্তানের।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিতলে বা ১ পয়েন্ট পেলেই দক্ষিণ আফ্রিকাকে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করবে অস্ট্রেলিয়া। হেরে গেলেও সেমির সুযোগ থাকবে অজিদের। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলেও অপেক্ষায় থাকতে হবে রশিদ খানদের। তবে হার কিংবা পয়েন্ট ভাগাভাগি হলে বিদায় নিশ্চিত হয়ে যাবে তাদের।
নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০৭ রানের বড় ব্যবধানে হেরেছিল আফগানিস্তান। তবে পরের ম্যাচেই বড় চমক দেখায় আফগানরা। ওপেনার ইব্রাহিম জাদরানের ১৭৭ রান এবং পেসার আজমতুল্লাহ ওমরজাই’র ৫ উইকেট শিকারে শক্তিশালী ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে সেমির দৌড়ে টিকে থাকে রশিদ-নবিরা।
গত ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারানোর সেরা সুযোগ হাতছাড়া করেছে আফগানিস্তান। গ্লেন ম্যাক্সওয়েলের দানবীয় ইনিংসে ৩ উইকেটে হেরে যায় আফগানরা। এবার আর হাতছাড়া করতে চায় না তারা। দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে শতভাগ সাফল্য অস্ট্রেলিয়ার। এখন পর্যন্ত ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে চারবার খেলে সবগুলোই জিতেছে তারা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :