গৃহযুদ্ধ শুরু পাকিস্তান ক্রিকেটে। যদিও এবার বর্তমান ক্রিকেট দলের তারকাদের মধ্যে নয়, বরং পারস্পরিক লড়াইয়ে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। এক্ষেত্রে পাকিস্তানের প্রাক্তন লেগ-স্পিনার মুস্তাক আহমেদ মানহানির মামলার হুমকি দেন দুই প্রাক্তন পাক পেসার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসের বিরুদ্ধে।
চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই একটি অনুষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস। সেই অনুষ্ঠানের মাঝেই মুস্তাক আহমেদের একটি ভিডিও বার্তা সম্প্রচার করা হয়, যেখানে আকরাম ও ওয়াকারের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনেন প্রাক্তন পাক স্পিনার।
আসলে সংশ্লিষ্ট অনুষ্ঠানেই মুস্তাক আহমেদের সমালোচনা করেছিলেন আকরামরা। মুস্তাক আহমেদ এই মুহূর্তে বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানের সঞ্চালক শুরুতেই সতর্ক করে দেন আকরাম ও ওয়াকারকে। তিনি বলেন যে, ‘আপনারা কিন্তু বিপদে পড়তে চলেছেন।’ তার পরেই চালানো হয় মুস্তাকের ভিডিও বার্তা, যা তিনি সংশ্লিষ্ট চ্যানেলকে আগেই পাঠিয়েছিলেন।
ভিডিও বার্তায় মুস্তাক আহমেদ বলেন, ‘আমার দুই সতীর্থ আপনার চ্যানেলে আমার সম্পর্কে আজেবাজে কথা বলে, আমার কোচিং নিয়ে সমালোচনা করে। কোনও অসুবিধা নেই। সমালোচনা করার অধিকার রয়েছে ওদের। তবে সোশ্যাল মিডিয়ার জমানায় আইনও চলে এসেছে। আমি এই শোয়ের মাধ্যমেই জানাতে চাই যে, আমার আইনজীবী ওদের আইনি নোটিশ পাঠাচ্ছে। ওয়াকার ইউনিসের বিরুদ্ধে ২০ কোটি টাকা ও ওয়াসিম ভাইয়ের বিরুদ্ধে ১৫ কোটি টাকার মানহানির মামলা করছি আমি।’
মুস্তাক আরও বলেন, ‘ওয়াকার ভালো করেই জানে যে, শুধু উচ্চতা দিয়ে লড়াই হয় না। হাইট কম হলেও আমি লড়তে জানি। আরও জানাতে চাই যে, যখন আমি খেলতাম, আমার মধ্যে বিস্তর প্রতিভা ছিল। ওয়াসিম ভাই প্রায়ই আমাকে বলত মুস্তাক প্র্যাক্টিসে চল, তোর খেলায় আরও উন্নতি হবে। আমি যেতাম। তার পর কয়েকটা বল করার পরেই ২টো বাউন্সার মেরে দিত। তার পরে ওয়াকার ইউনিস এসে বাউন্সার মারত। ওরা আমার আত্মবিশ্বাস দুমড়ে দিয়েছিল। না হলে আমি পাকিস্তানের সেরা অল-রাউন্ডার হতে পারতাম।’
মুস্তাকের হুঁশিয়ারিতেও আকরামরা বিশেষ ভয় পেয়েছেন বলে মনে হয় না। কেননা তার পরে মুস্তাকের এই ভিডিও বার্তা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ চলতে থাকে। ওয়াকার ইউনিস জানান যে, তার কাছে ২০ কোটি টাকা নেই। তাই তিনি ক্ষমা চেয়ে নিচ্ছেন। তবে পরক্ষণেই তিনি জানান যে, এতেও মুস্তাকের মন না গললে অন্য রাস্তা জানা আছে তার। আকরাম তো সরাসরি বলেন যে, আদালতেই তাহলে দেখা হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :