ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফলের উপর নির্ভর করছে আফগানিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলা। আবার এই ম্যাচের উপরই নির্ভর করছে বাংলাদেশের অর্থভাগ্য। শনিবার দক্ষিণ আফ্রিকার কাছে ইংল্যান্ড হারলে প্রায় ৩ কোটি টাকা বেশি নিয়ে দেশে ফিরতে পারবেন নাজমুল হোসেন শান্তেরা।
চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই থেকে আগেই ছিটকে গিয়েছে বাংলাদেশ। ছিটকে গিয়েছে ইংল্যান্ডও। এই প্রতিযোগিতা থেকে কোনও দলেরই আর পাওয়ার কিছু নেই। না, আছে। আর্থিক পুরস্কার। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ঘোষণা অনুযায়ী, প্রতিযোগিতার সপ্তম এবং অষ্টম দল আর্থিক পুরস্কার বাবদ পাবে ১ লক্ষ ৪০ হাজার ডলার (প্রায় ১ কোটি ২২ লক্ষ টাকা)। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সব দলকে ১ লক্ষ ২৫ হাজার ডলার (প্রায় ১ কোটি ৯ লক্ষ টাকা) করে দেবে আইসিসি। সেই হিসাবে আর্থিক পুরস্কার হিসাবে ২ কোটি ৩১ লক্ষ টাকা পাওয়া নিশ্চিত বাংলাদেশের।
শনিবার ইংল্যান্ড হারলে বাংলাদেশ শেষ করবে ষষ্ঠ স্থানে। পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় দু’দলেরই সংগ্রহ এক পয়েন্ট করে। দক্ষিণ আফ্রিকার কাছে ইংল্যান্ড হারলে জস বাটলারেরা দেশে ফিরবেন কোনও পয়েন্ট না নিয়েই। ফলে তাঁরা শেষ করবেন অষ্টম দল হিসাবে। নেট রান রেটে পাকিস্তানের থেকে ভাল জায়গায় রয়েছে বাংলাদেশ। ফলে ষষ্ঠ স্থানে শেষ করবেন শান্তরা। আইসিসির ঘোষণা অনুযায়ী, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে শেষ করা দলগুলি পাবে ৩ লক্ষ ৫০ হাজার ডলার (প্রায় ৩ কোটি ৪০ লক্ষ টাকা) করে। তাই ইংল্যান্ড শনিবার হারলেই বাংলাদেশ আর্থিক পুরস্কার হিসাবে ২ কোটি ১৮ লক্ষ টাকা বেশি পাবে। শান্তদের পুরস্কারমূল্য বেড়ে হবে প্রায় ৪ কোটি ৪৯ লক্ষ টাকা।
তবে দক্ষিণ আফ্রিকাকে ইংল্যান্ড হারিয়ে দিলে দু’পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে শেষ করবেন বাটলারেরা। তাতে কোনও আর্থিক লাভ হবে না বাংলাদেশের।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :