AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০২ মার্চ, ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেড় বছর পর ব্রাজিলের স্কোয়াডে নেইমার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:২৭ পিএম, ১ মার্চ, ২০২৫
দেড় বছর পর ব্রাজিলের স্কোয়াডে নেইমার

ইনজুরির সাথে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের যেনো গভীর বন্ধুত্ব। ইনজুরির কারণে মাঠের চেয়ে মাঠের বাইরেই বেশি সময় থাকতে হয় এই ব্রাজিলিয়ান ফুটবলারকে। ইনজুরি কাটিয়ে শৈশবের ক্লাব সান্তোসের জার্সিতে ধীরে ধীরে ছন্দে ফিরছেন নেইমার জুনিয়র।

সৌদি আরবে দীর্ঘ ইনজুরি কাটিয়ে তিনি চলতি বছরের জানুয়ারিতে যোগ দেন সাও পাওলোর ক্লাবটিতে। চিরচেনা রূপে ফেরার পথে থাকায় নেইমারের জাতীয় দলে ডাক পাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে দেড় বছর পর তাকে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে ডেকেছেন কোচ দরিভাল জুনিয়র।

যদিও নেইমার ও অস্কারের জাতীয় দলে প্রত্যাবর্তন এখনো নিশ্চিত নয়। কারণ সপ্তাহখানেক পরই ২৩ জনের চূড়ান্ত দল নিশ্চিত করা হবে। তখনই জানা যাবে নেইমার ও অস্কারের জাতীয় দলে ফেরার অপেক্ষা ফুরোচ্ছে কি না।

শনিবার (১ মার্চ) বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ও কলম্বিয়ার ম্যাচকে সামনে রেখে ৫২ সদস্যের দল ঘোষণা করেন কোচ দরিভাল জুনিয়র।২০২৩ সালে অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইনজুরিতে পড়ে ছিটকে যাওয়ার পর প্রাথমিক এ দলে ডাক পেলেন নেইমার। এদিকে প্রায় ৯ বছর পর জাতীয় দলের রাডারে এসেছেন চাইনিজ লিগ থেকে গত জানুয়ারিতে সাও পাওলোতে যোগ দেয়া অস্কারও। সবশেষ ২০১৬ সালে বিশ্বকাপ বাছাইয়ের দলে ছিলেন তিনি।

আগামী ২১ মার্চ ঘরের মাঠে কলম্বিয়াকে আতিথেয়তা দেবে ব্রাজিল। এরপর ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মাঠে খেলতে যাবে সেলেসাওরা।১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ১০ দলের মধ্যে পাঁচে অবস্থান করছে ব্রাজিল। সরাসরি ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিতে হলে মার্চের দুই ম্যাচে ভুল করা যাবে না সেলেসাওদের।

এক নজরে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক দল:

গোলরক্ষক
অ্যালিসন বেকার (লিভারপুল)
বেনেডিক্ট (আল-নাসর)
এডারসন (ম্যানচেস্টার সিটি)
হুগো সুজা (করিন্থিয়ানস)
লুকাস পেরি (লিঁও)
ওয়েভারটন (পালমেইরাস)

ডিফেন্ডার
আলেক্সান্দ্রো (লিলি)
বেরালদো (পিএসজি)
দানিলো (ফ্ল্যামেঙ্গো)
ফ্যাব্রিসিও ব্রুনো (ক্রুজ)
গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস (আর্সেনাল)
লিও অর্টিজ (ফ্ল্যামেঙ্গো)
মারকুইনহোস (পিএসজি)
মুরিলো (নটিংহাম ফরেস্ট)

সাইডস
আবনার (লিঁও)
অ্যালেক্স স্যান্দ্রো (ফ্ল্যামেঙ্গো)
অ্যালেক্স তেলেস (বোতাফোগো)
দোদো (ফিওরেন্তিনা)
ডগলাস সান্তোস (জেনিত)
গিলহের্মে অ্যারানা (অ্যাতলেটিকো)
ভ্যান্ডারসন (মোনাকো)
ওয়েসলি (ফ্ল্যামেঙ্গো)

মিডফিল্ডার
অ্যালিসন (সাও পাওলো)
অ্যান্ড্রু (উলভারহ্যাম্পটন)
আন্দ্রেয়াস পেরেইরা (ফুলহ্যাম)
আন্দ্রে সান্তোস (স্ত্রাসবার্গ)
ব্রুনো গিমারেস (নিউক্যাসল)
এডারসন (আতালান্তা)
গারসন (ফ্ল্যামেঙ্গো)
জোয়াও গোমেস (উলভারহ্যাম্পটন)
জোয়েলিন্তন (নিউক্যাসল)
লুকাস মৌরা (সাও পাওলো)
লুকাস পাকেতা (ওয়েস্ট হ্যাম)
ম্যাথিউস কুনহা (উলভারহ্যাম্পটন)
নেইমার জুনিয়র (সান্তোস)
অস্কার (সাও পাওলো)

ফরোয়ার্ড
অ্যান্তোনি (রিয়েল বেটিস)
ব্রুনো হেনরিক (ফ্ল্যামেঙ্গো)
এন্দরিক (রিয়াল মাদ্রিদ)
স্টিফেন (পালমেইরাস)
গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল)
গ্যালেন (আল-আহলি)
ইগর জেসাস (বোতাফোগো)
ইগর পাইক্সাও (ফেইনুর্দ)
জোয়াও পেদ্রো (ব্রাইটন)
লুইজ হেনরিক (জেনিত)
রাফিনহা (বার্সেলোনা)
রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)
স্যামুয়েল লিনো (অ্যাতলেটিকো মাদ্রিদ)
স্যাভিনহো (ম্যানচেস্টার সিটি)
ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)
ইউরি আলবার্তো (করিন্থিয়ানস)

একুশে সংবাদ/ এস কে

Link copied!