মাত্র তিন দিন হলো ক্লদিও এচেভেরি ম্যানচেস্টার সিটিতে দিয়েছেন। সিটিতে এখনও অভিষেকও হয়নি। এরইমধ্যেই আর্জেন্টিনা থেকে সুখবর মিলল। উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার প্রাথমিক দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিনি।
দুই ম্যাচকে সামনে রেখে ৩৩ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। স্কোয়াডে বড় কোনো চমক রাখেননি স্কালোনি। এই দুই ম্যাচে ইনজুরির কারণে লিসান্দ্রো মার্টিনেজের সার্ভিস পাচ্ছে না আর্জেন্টিনা। এছাড়া পুরো শক্তির স্কোয়াডই সাজিয়েছেন স্কালোনি। দলে ডাক পেয়েছেন একাধিক তরুণ মুখ। ইতালিয়ান ক্লাব কোমো ১৯০৭ থেকে এসেছেন ম্যাক্সিম পেরোনে এবং নিকোলাস পাজ। বায়ার লেভারকুসেনের ইজিকুয়েল পালাসিওস, ম্যানচেস্টার সিটির ক্লদিও এচেভেরি, বোলোনিয়ার সান্তিয়াগো কাস্ট্রোদের ৩৩ জনের স্কোয়াডে রেখেছেন বিশ্বকাপজয়ী কোচ।
লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজ, রদ্রিগো ডি পল, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজদের সকলেই আছেন স্কোয়াডে। যদিও এই স্কোয়াডের সবাইকে নিয়েই মাঠে হাজির হওয়ার সম্ভাবনা নেই। মূল স্কোয়াড হতে হবে ২৩ জনের। প্রাথমিক স্কোয়াড থেকে ঠিক কাদের বাদ দেয়া হবে সেটাই দেখার বিষয়। আগামী ২২ মার্চ উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর এস্তাদিও সেন্তেনারিওতে মাঠে নামবে আর্জেন্টিনা। পরের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে তারা খেলবে ঘরের মাঠেই। বিখ্যাত এস্তাদিও মনুমেন্তালে হবে সেই ম্যাচটি।
আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজ্জেলা, লেওনার্দো বালেরদি, হুয়ান ফয়েথ, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ফ্রান্সিসকো ওর্তেগা।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, এজিকিয়েল পালাসিওস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, ম্যাক্সিমো পেরোনে, হুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন ডোমিঙ্গেজ, থিয়াগো আলমাদা।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গনজালেজ, নিকোলাস পাজ, ক্লাদিও এচেভেরি, পাওলো দিবালা, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো, অ্যাঞ্জেল কোরেয়া।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :