বিশ্ব র্যাপিড দাবায় জিন্সের প্যান্ট পরে খেলতে গিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন ম্যাগনাস কার্লসেন। ফিডের পোশাক বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছিল বিশ্বের এক নম্বর দাবাড়ুর বিরুদ্ধে। প্রতিযোগিতা থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। সেই জিন্সটি নিলামে তুলেছিলেন কার্লসেন। তার দাম উঠেছে ৩৬,১০০ ডলার। ভারতীয় মূল্যে প্রায় ৩১ লাখ টাকা।
নরওয়ের গ্র্যান্ড মাস্টারের ব্যবহৃত জিন্সটি ১০ দিন ধরে নিলামের জন্য রাখা হয়। প্রাথমিক দাম ছিল ৮০০০ ডলার (প্রায় ৭ লাখ টাকা)। নিলাম বন্ধের ২ ঘণ্টা আগে জিন্সটির দাম উঠেছিল ১৪,১০০ ডলার বা প্রায় ১২ লাখ ৩২ হাজার টাকা। শেষ মুহূর্তে অপ্রত্যাশিত ঝড় ওঠে নিলামে। বেশ কয়েক জন আগ্রহী ক্রেতা দাম দিতে শুরু করেন। হু হু করে বাড়তে থাকে ৩২ ইঞ্জির জিন্সটির দাম। শেষ পর্যন্ত কার্লসেনের জিন্সের দাম পৌঁছায় ৩৬,১০০ ডলার বা প্রায় ৩১ লাখ টাকায়। ইটালির একটি সংস্থার তৈরি জিন্সের সাধারণ বাজার মূল্য হয় ৩০০ থেকে ৫০০ ডলার (২৬ থেকে ৪৪ হাজার টাকা)।
কার্লসেন আগেই বিতর্ক তৈরি করা জিন্সটি আর ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু জানিয়েছিলেন, নিলাম থেকে পাওয়া অর্থ দান করবেন আমেরিকার সমাজসেবী সংস্থা ‘বিগ ব্রাদার্স বিগ সিস্টার্স’কে। সেই মতোই জিন্স নিলাম করে পাওয়া অর্থ দান করা হবে সংস্থাটিকে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :