AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল কেকেআর


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৩২ পিএম, ৩ মার্চ, ২০২৫
নতুন  অধিনায়কের নাম ঘোষণা করল কেকেআর

গত বার আইপিএলে দলকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়স আয়ারকে ধরে রাখেনি কলকাতা নাইট রাইডার্স। তখনই বোঝা গিয়েছিল, এ বার নতুন অধিনায়ক বাছতে হবে। তা বেছে নিয়েছে কলকাতা। ২২ মার্চ থেকে শুরু আইপিএল। তার ১৯ দিন আগে অধিনায়ক ঘোষণা করে দিল কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়সের জায়গায় দায়িত্ব দেওয়া হল অজিঙ্ক রাহানেকে। 

আইপিএলের মেগা নিলামে বেঙ্কিকে দলে নিতে কেকেআর ২৩.৭৫ কোটি টাকা খরচ করলেও অধিনায়ক হিসেবে রাহানের উপরেই আস্থা রাখল নাইট ব্রিগেড। তাঁর ডেপুটি হিসেবে বেঙ্কটেশের নাম ঘোষণা করা হল। আর কেন সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা ব্যাখ্যা করে কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর বলেছেন, ‘অজিঙ্কা রাহানের মতো একজনকে নেতা হিসেবে পাওয়া আমরা অত্যন্ত আনন্দিত। যে অত্যন্ত অভিজ্ঞ এবং পরিণত। আর বেঙ্কটেশ আইয়ার তো কেকেআর ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়। ওর মধ্যে নেতৃত্ব প্রদানের অনেক গুণ আছে। আমরা আত্মবিশ্বাসী যে ওরা ভালোভাবে হাতে হাত মিলিয়ে আমাদের ট্রফি ডিফেন্ড করার লড়াইটা শুরু করতে পারবে।’

আর অধিনায়ক হিসেবে রাহানে যে দক্ষ, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ভারতের অধিনায়কত্ব করেছেন। অধিনায়কত্ব করেছেন আইপিএলে। আর ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের ক্যাপ্টেন্সির দায়িত্ব সামলাচ্ছেন তিনি। গত ডিসেম্বরে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বই যে চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দলেও ছিলেন। অধিনায়ক না হলেও ব্যাটার হিসেবে সৈয়দ মুস্তাক আলি ট্রফিটা দুর্দান্ত কেটেছিল রাহানের।

ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন ভারতের তারকা ক্রিকেটার। নয় ম্যাচে (আট ইনিংস) ৪৬৯ রান করেছিলেন। গড় ছিল ৫৮.৬২। স্ট্রাইক রেট ছিল ১৬৪.৫৬। চার মেরেছিলেন ৪৬টি। ছক্কা হাঁকিয়েছিলেন ১৯টি। আর সেই পারফরম্যান্সের ভিত্তিতেই সম্ভবত রাহানেকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে কেকেআর।

সোমবার নতুন জার্সিও প্রকাশ করেছে কেকেআর। জার্সির বুকে রয়েছে তিনটি তারা। তিন বার আইপিএল জেতায় তিনটি তারা জায়গা পেয়েছে জার্সিতে। মার্চ মাসের তিন তারিখ এই জার্সি প্রকাশ করা হয়েছে। মার্চ মাসও বছরের তৃতীয় মাস। একটি ভিডিয়োর মাধ্যমে এই নতুন জার্সি প্রকাশ করেছে কেকেআর। সেখানে দেখা যাচ্ছে, তিন সংখ্যাকে গুরুত্ব দেওয়া হয়েছে। যে হেতু কলকাতা তিন বার আইপিএল জিতেছে তাই এই সংখ্যাকে গুরুত্ব দিয়েছে তারা। ভিডিয়োতে নতুন জার্সি পরে দেখা গিয়েছে রিঙ্কু সিংহ, বেঙ্কটেশ আয়ার, রমনদীপ সিংহ, মণীশ পাণ্ডে, বৈভব অরোরা, অনুকূল রায়, মায়াঙ্ক মারকণ্ডে ও লবনীত সিসোদিয়াকে।

শুধু তারা নয়, এ বার জার্সির হাতায় সোনালি রঙের একটি ব্যাজও রয়েছে। গত বারের চ্যাম্পিয়ন হিসাবে হাতায় থাকবে এই লোগো। এই বার থেকেই এই নতুন বিষয়টি দেখা যাবে। কেকেআরের মূল মন্ত্র ‘করব, লড়ব, জিতব।’ সেটিও তিন শব্দ। তাই সেই মন্ত্রকেও ভিডিয়োকে তুলে এনেছে কেকেআর। কেকেআরের অধিনায়ক ঘোষণার ক্ষেত্রেও সেই তিন সংখ্যা গুরুত্ব পেল। দুপুর ৩.৩৩ মিনিটে রাহানের নাম ঘোষণা করল তারা।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!